Ajker Patrika

খেত থেকে মৌমাছিসহ বক্স চুরি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৭: ১৬
খেত থেকে মৌমাছিসহ বক্স চুরি

রাজশাহীর দুর্গাপুরে খেত থেকে দুটি মৌমাছির বাক্স চুরি হওয়ার অভিযোগ উঠছে। বাক্স দুটিতে চায়না জাতের মৌমাছি ছিল বলে জানা গেছে। 

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কাশিপুর গ্রামের একটি সরিষা খেত এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আশিকুর রহমান বলেন, দুটি গ্রামের তিন স্থানে শতাধিক মৌ-বাক্স রয়েছে। প্রতিটি বাক্সে চায়না জাতের মৌমাছি রয়েছে। কাশিপুর গ্রামের এই সরিষা মাঠে মৌ-বাক্স রয়েছে ৩২ টি। সেখান থেকে ৮ থেকে ১০ দিন পরপর মধু সংগ্রহ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে মধু সংগ্রহ করতে গেলে দুটি মৌ-বাক্স পাওয়া যায়নি। 

আশিকুর বলেন, দুটি মৌ-বাক্সে মৌমাছি ও মধুসহ চুরি হওয়ায় প্রায় ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তিন জায়গা মৌ-বাক্স বসানো হয়েছে। এ কারণে সব সময় পাহারা দেওয়া সম্ভব হয় না। 

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘এ ধরনের অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত