Ajker Patrika

মেম্বার-মাতবর মিলে ঘর ভাঙলেন লালনভক্ত বৃদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
মেম্বার-মাতবর মিলে ঘর ভাঙলেন লালনভক্ত বৃদ্ধার

নিজের জমিতে ঘর করেছিলেন। চেয়েছিলেন স্বামীর কবরের পাশে বাকি জীবনটা কাটিয়ে দিতে। কিন্তু বাদ সাধলেন গ্রামের মেম্বার-মাতবরেরা। ৮০ বছর বয়সী বৃদ্ধা চায়না বেগমের ঘর ভেঙে দিয়ে তাঁকে করলেন আশ্রয়হারা। বুধবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী বৃদ্ধা চায়না বেগম লালন অনুসারী গাজির উদ্দিন ফকিরের স্ত্রী। এ ঘটনায় তিনি কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে ওই এলাকার সাবেক ইউপি মেম্বার এনামুল হক, মাতবর মোশারফ হোসেন, আনার মণ্ডল ও সাইদুল হাজির নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর করে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের অভিযোগ এনেছেন তিনি। 

চায়না বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়েছিলাম জীবনের শেষ দিনগুলো স্বামীর কবরে মাথা ঠেকিয়ে কাটিয়ে দেব। ভিটেমাটিতে প্রতিদিন জ্বলবে সন্ধ্যাপ্রদীপ। কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি এলাকার লেবাসধারী মানুষদের জন্য। তারা একসাথে হয়ে আমার ঘর ভেঙে দিয়েছে।’ ওই বৃদ্ধা আরও বলেন, ‘আমার স্বামী মৃত্যুর আগে বলে গেছেন, কোথাও জায়গা না হলে তুমি আমার কবরের পাশেই থাকবা। প্রতিবছর বাতাসার সিন্নি হলেও করবা। তাঁর কথা রাখতেই ঘরখানা তৈয়ার করি। কিন্তু এলাকার লোকজন আমাকে না জানিয়েই সব ভেঙে ফেলেছে। প্রতিবাদ করে হামলার শিকারও হয়েছি। ’

টাকিমারা গ্রামে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যে স্বামীর কবরের পাশে স্থাপিত বৃদ্ধার ঘরটি ভেঙে ফেলা হয়েছে। টিনের চালা ও বাঁশ-কাঠ ছড়িয়ে-ছিটিয়ে আছে। 
চায়না বেগমের বোনজামাই সাধু শাহাবুদ্দিন সাবু বলেন, ‘আমাদের অপরাধটা কী? আমরা সাধু সমাজ কি নিজের জমিতেও আর থাকতে পারব না। আজকে সাধুর ঘর কেন ভাঙা হলো? সাধু সমাজকে কেন অপমান করা হলো? আমরা এই ঘটনার বিচার চাই।’ 

বটতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, দুই পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি থানা-পুলিশ দেখছে। মসজিদে আলোচনার বিষয়ে তিনি জানান, ওই মসজিদের ইমাম সাহেবকে সরিয়ে দেয়ার জন্য বলা হয়েছে। 
এ বিষয়ে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য এনামুল হকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। সেখানে একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হবে। না হলে আইনগত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত