বগুড়া প্রতিনিধি
ফেলে যাওয়া জুতার সূত্র ধরে বগুড়া সদর থানা-পুলিশ আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে লুট হওয়া মালপত্র উদ্ধার করেছে।
আজ রোববার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়। আজ রোববার ভোর ৫টা পর্যন্ত গ্রেপ্তার করা হয় সাতজনকে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট গ্রামের মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি গ্রামের মুকুল ইসলাম ওরফে পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের রাকিব শেখ (২০) ও শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের আল-আমিন (১৯) সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা লাদেন (২২)।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বোল্ট বাটার, একটি এসএস পাইপ, একটি লোহার তৈরি শাবল, একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া লুট হওয়া মালপত্রের মধ্যে সোনার দুটি কানের দুল, দুটি চেন, একটি ব্রেসলেট, দুটি আংটি ও সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি রাতে বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাত দল উদ্ধার হওয়া মালপত্র ও ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতদল এক জোড়া জুতা (কেডস) ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। পরে সদর থানায় ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সূত্র ধরে ঘটনার পর থেকে সদর থানা-পুলিশ ছায়া তদন্ত শুরু করে। ডাকাতদের শনাক্ত করে একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার ও মালপত্র উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁরা প্রত্যেকে ৩-৪টি করে বিয়ে করেছেন। ডাকাতির পর শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাঁদের কামাল হোসেনের করা ডাকাতি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফেলে যাওয়া জুতার সূত্র ধরে বগুড়া সদর থানা-পুলিশ আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে লুট হওয়া মালপত্র উদ্ধার করেছে।
আজ রোববার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শনিবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়। আজ রোববার ভোর ৫টা পর্যন্ত গ্রেপ্তার করা হয় সাতজনকে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবদুল্লাপুর মৃধাপাড়ার সুলতান (৪৫), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংহাট গ্রামের মমিনুর রহমান (৩৪), বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেবচন্ডি গ্রামের মুকুল ইসলাম ওরফে পটল (৪১), আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের রাকিব শেখ (২০) ও শাকিল শেখ (২৩), কাহালু উপজেলার আড়োলা গ্রামের আল-আমিন (১৯) সোনাতলা উপজেলার শিহিপুর বটতলা লাদেন (২২)।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বোল্ট বাটার, একটি এসএস পাইপ, একটি লোহার তৈরি শাবল, একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া লুট হওয়া মালপত্রের মধ্যে সোনার দুটি কানের দুল, দুটি চেন, একটি ব্রেসলেট, দুটি আংটি ও সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গত ২৮ জানুয়ারি রাতে বগুড়া সদরের এরুলিয়া বিমানবন্দর মোড়ে কামাল হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় বাড়ির লোকজনকে বেঁধে রেখে ডাকাত দল উদ্ধার হওয়া মালপত্র ও ৫০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ডাকাতদল এক জোড়া জুতা (কেডস) ও কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। পরে সদর থানায় ভুক্তভোগী কামাল হোসেন অভিযোগ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ফেলে যাওয়া জুতা ও কাপড়ের ব্যাগের সূত্র ধরে ঘটনার পর থেকে সদর থানা-পুলিশ ছায়া তদন্ত শুরু করে। ডাকাতদের শনাক্ত করে একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার ও মালপত্র উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা। তাঁরা প্রত্যেকে ৩-৪টি করে বিয়ে করেছেন। ডাকাতির পর শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাঁদের কামাল হোসেনের করা ডাকাতি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে