নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল। প্রধান অতিথি দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। অনুষ্ঠানে তাঁকে বরণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে চিকিৎসাধীন থাকা দলের এক কর্মী মারা গেছেন। তাঁর নাম গণিউল ইসলাম গণি।
আজ বুধবার বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গণিউল মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত গণিউল ইসলাম তানোরের পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনের ভাই। মোমিন গ্রুপের নেতা-কর্মীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন। তিনি আসার আগেই কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করে নিতে দুই পক্ষের নেতা-কর্মীরাই দাঁড়িয়ে ছিলেন। তখন মোমিন গ্রুপের পক্ষ থেকে তাঁরা প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাধা দেন মুজিবুর গ্রুপের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে গণিউল গুরুতর আহত হন। তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গণিউল ইসলামের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইফতারের সময় গন্ডগোল হয়েছিল। কী নিয়ে গন্ডগোল, সেটা বলতে পারব না। দলের ভেতর বিভিন্ন মতাদর্শের মানুষ, তারা গন্ডগোল শুরু করেছিল নিজেদের মধ্যে। গণিউলের মৃত্যুর খবর শুনেছি। মামলা করার জন্য পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল। প্রধান অতিথি দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। অনুষ্ঠানে তাঁকে বরণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়ে চিকিৎসাধীন থাকা দলের এক কর্মী মারা গেছেন। তাঁর নাম গণিউল ইসলাম গণি।
আজ বুধবার বেলা ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গণিউল মারা যান। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত গণিউল ইসলাম তানোরের পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনের ভাই। মোমিন গ্রুপের নেতা-কর্মীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন। তিনি আসার আগেই কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করে নিতে দুই পক্ষের নেতা-কর্মীরাই দাঁড়িয়ে ছিলেন। তখন মোমিন গ্রুপের পক্ষ থেকে তাঁরা প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাধা দেন মুজিবুর গ্রুপের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে গণিউল গুরুতর আহত হন। তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গণিউল ইসলামের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ইফতারের সময় গন্ডগোল হয়েছিল। কী নিয়ে গন্ডগোল, সেটা বলতে পারব না। দলের ভেতর বিভিন্ন মতাদর্শের মানুষ, তারা গন্ডগোল শুরু করেছিল নিজেদের মধ্যে। গণিউলের মৃত্যুর খবর শুনেছি। মামলা করার জন্য পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১২ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৫ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
১৫ মিনিট আগে