Ajker Patrika

এবার থানার ভেতর রাসেলস ভাইপার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৬: ৩১
এবার থানার ভেতর রাসেলস ভাইপার 

রাজশাহীতে এবার একটি থানার ভেতর রাসেলস ভাইপার সাপ মারা পড়েছে। গতকাল সোমবার রাতে রাজশাহীর চারঘাট থানায় সাপটি ঢুকে পড়ে। পরে পুলিশ সদস্যরা সাপটিকে পিটিয়ে মারেন।

চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবার রাতে থানায় ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেলস ভাইপার সাপ ফোঁস করে ওঠে। পরে থানার অফিসার-ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়।

তিনি জানান, পুলিশ অফিসার ও পুলিশ ফোর্সদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাপের উৎপাত যেন না হয় সে জন্য গত কয়েক দিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হচ্ছে। তারপরও থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্বরে চলে এসেছিল।

এর আগে ২৩ জুন চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে রাসেলস ভাইপার সাপের ১৬টি বাচ্চা দেখা যায়। এর মধ্যে কিছু সাপ সেদিন পিটিয়ে মেরে ফেলা হয়। বর্তমানে পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত