কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের সহিংসতায় নিহত ছাত্রলীগ কর্মী হিসেবে প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ‘জুলাই যোদ্ধা’ জুলকার নাইম। তাঁর ডাকনাম হৃদয়। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় কামারখন্দ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ও তাঁর পরিবার এ প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে জুলকার নাইম বলেন, ‘আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ। আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। অথচ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে “রমজান কাজী” নাম দিয়ে আমাকে ছাত্রলীগ সদস্য হিসেবে নিহত বলা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সঠিক তথ্য যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া খুবই দুঃখজনক। আমি সংশ্লিষ্টদের দ্রুত এই ভুল সংশোধনের আহ্বান জানাই।’
জুলকার নাইমের বাবা মো. আলী আক্কাস সরকার বলেন, ‘আমার ছেলে জীবিত ও বাড়িতেই আছে। অথচ গতকাল বুধবার গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ব্যক্তিদের তালিকায় মিথ্যা পরিচয় ও ছবি দিয়ে আমার ছেলেকে নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তা মেনে নেওয়া যায় না।’
উল্লেখ্য, গতকাল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় চারজন নিহত হন। তাঁদের মধ্যে কোটালীপাড়া উপজেলার রমজান কাজী, গোপালগঞ্জ শহরের দীপ্ত সাহা, টুঙ্গিপাড়ার সোহেল রানা ও সদর উপজেলার ইমন তালুকদারের নাম প্রকাশ করা হয়।
কিন্তু ওই ঘটনার পর ‘দৈনিক সমকাল’ পত্রিকায় ‘আমার সন্তানকে পাব কোথায়’ শিরোনামের খবরে নিহত রমজান কাজী হিসেবে জুলকার নাইমের ছবি ব্যবহার করা হয়। যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি তৈরি হয়।
গোপালগঞ্জের সহিংসতায় নিহত ছাত্রলীগ কর্মী হিসেবে প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ‘জুলাই যোদ্ধা’ জুলকার নাইম। তাঁর ডাকনাম হৃদয়। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় কামারখন্দ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ও তাঁর পরিবার এ প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে জুলকার নাইম বলেন, ‘আমি জীবিত ও সম্পূর্ণ সুস্থ। আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। অথচ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে “রমজান কাজী” নাম দিয়ে আমাকে ছাত্রলীগ সদস্য হিসেবে নিহত বলা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সঠিক তথ্য যাচাই না করে এমন বিভ্রান্তিকর সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া খুবই দুঃখজনক। আমি সংশ্লিষ্টদের দ্রুত এই ভুল সংশোধনের আহ্বান জানাই।’
জুলকার নাইমের বাবা মো. আলী আক্কাস সরকার বলেন, ‘আমার ছেলে জীবিত ও বাড়িতেই আছে। অথচ গতকাল বুধবার গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ব্যক্তিদের তালিকায় মিথ্যা পরিচয় ও ছবি দিয়ে আমার ছেলেকে নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তা মেনে নেওয়া যায় না।’
উল্লেখ্য, গতকাল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় চারজন নিহত হন। তাঁদের মধ্যে কোটালীপাড়া উপজেলার রমজান কাজী, গোপালগঞ্জ শহরের দীপ্ত সাহা, টুঙ্গিপাড়ার সোহেল রানা ও সদর উপজেলার ইমন তালুকদারের নাম প্রকাশ করা হয়।
কিন্তু ওই ঘটনার পর ‘দৈনিক সমকাল’ পত্রিকায় ‘আমার সন্তানকে পাব কোথায়’ শিরোনামের খবরে নিহত রমজান কাজী হিসেবে জুলকার নাইমের ছবি ব্যবহার করা হয়। যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি তৈরি হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
৮ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৩ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
২৮ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে