Ajker Patrika

এই আন্দোলন করে আমাদের পশমও ছিঁড়তে পারবেন না: লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
এই আন্দোলন করে আমাদের পশমও ছিঁড়তে পারবেন না: লিটন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘দুই-তিন দিন আগে সমাবেশের মাঠে কর্মীদের জমায়েত বসানোর পলিসি নিয়েছে বিএনপির নেতৃবৃন্দ। জমায়েত বসিয়ে কোথাও হাঁড়িতে রান্না হচ্ছে, কোথাও গান-বাজনা হচ্ছে, কোথাও গল্প-আড্ডা হচ্ছে। এই যদি হয় আপনাদের (বিএনপির) রাজনীতি, ওই রাজনীতি আপনারা করতে থাকেন। ইনশা আল্লাহ এসব করে আমাদের পশমও ছিঁড়তে পারবেন না।’ 

বিএনপির ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে আজ রোববার বিকেলে রাজশাহী নগরীর শাহমখদুম থানা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর বিমান চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে নওদাপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

লিটন বলেন, ‘বাংলাদেশে যখন উন্নয়ন দৃশ্যমান, দেশ যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, সেই সময়ে দেশের উন্নয়নকে স্তব্ধ করার চক্রান্ত করছে বিএনপি। যারা বলছে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে, ডলার নেই, বাংলাদেশের আমদানি করার মতো অর্থ নেই, তারা মূর্খের স্বর্গে বাস করছে।’ 

শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি আখতারুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। সঞ্চালনা করেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহু। 

সমাবেশে উপস্থিত ছিলেন—রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত