প্রতিনিধি
নিয়ামতপুর (নওগাঁ): করোনার সংক্রমণ ঠেকাতে নিয়ামতপুর উপজেলায় সাত দিনব্যাপী বিশেষ লকডাউনের আজ বৃহস্পতিবার প্রথম দিন। আজ সকাল থেকেই উপজেলার প্রধান সড়কে সীমিত পরিসরে যানবাহন চলাচল করতে দেখা গেছে। অনেকেই যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন। বিভিন্ন স্থানে দেখা গেছে, পুলিশি তৎপরতা। তবে স্বাভাবিক সময়ের চেয়ে সড়ক ও বাজারগুলোতে মানুষের আনাগোনা তুলনামূলকভাবে অনেক কম।
দেখা গেছে, আজ নিয়ামতপুর সদরে সাপ্তাহিক হাট থাকা সত্ত্বেও পাইকারি-খুচরা বিক্রেতা ও ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। উপজেলার তিন মাথা মোড়, চারমাথা মোড় বাসস্ট্যান্ড এলাকা, গাবতলী, টিএলবি, নিমদিঘী, গাংগোর, খড়িবাড়ি সহ সকল বড় বাজারে পুলিশ দেখা গেছে। প্রত্যেকদিন এসব এলাকার রাস্তাগুলো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষে গিজগিজ করলেও আজ সকাল থেকে প্রায় জনশূন্য। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দিন মাইকিং চলা সত্ত্বেও অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক দেখা যায়নি। তাই সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিভিন্ন বাজার পরিদর্শন করছেন।
বাজার করতে আসা কাপাস্টিয়া এলাকার বাসিন্দা বদিউজ্জামন বাবু বলেন, 'সরকার ও প্রশাসন আমাদের ভালোর জন্যই লকডাউন দিয়েছে। কিন্তু সাধারণ জনগণ সচেতন না হলে লকডাউন কার্যকর হবে না।'
বদিউজ্জামন বাবু আরও বলেন, 'পুলিশ ও প্রশাসনিক লোকজনের উপস্থিতির কারণে উপজেলার প্রধান সড়কগুলোতে কিছুটা লকডাউন কার্যকর হচ্ছে। তবে পাড়ামহল্লার মোড় ও ছোটখাটো বাজারগুলোতে স্বাস্থ্যবিধি আগের মতোই আছে। এর জন্য প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে।'
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির বলেন, 'সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে যাতে কেউ নিয়ামতপুর উপজেলায় প্রবেশ করতে না পারে এ জন্য মোট ১৮টি পুলিশের চেকপোস্ট বসিয়েছে। এ ছাড়া পুলিশি টহল জোরদার করেছি।'
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, 'আমি উপজেলার সকল স্তরের জনসাধারণসহ আওয়ামী সংগঠনের নেতা–কর্মীদের লকডাউনকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি নিজেও বিভিন্ন এলাকার মানুষকে বোঝানোর জন্য কাজ করছে।'
নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, 'উপজেলায় ১৮টি চেকপোস্ট দেওয়া হয়েছে। পুলিশ টহল ডিউটি করছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো।'
উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেন।
নিয়ামতপুর (নওগাঁ): করোনার সংক্রমণ ঠেকাতে নিয়ামতপুর উপজেলায় সাত দিনব্যাপী বিশেষ লকডাউনের আজ বৃহস্পতিবার প্রথম দিন। আজ সকাল থেকেই উপজেলার প্রধান সড়কে সীমিত পরিসরে যানবাহন চলাচল করতে দেখা গেছে। অনেকেই যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে ছুটছেন। বিভিন্ন স্থানে দেখা গেছে, পুলিশি তৎপরতা। তবে স্বাভাবিক সময়ের চেয়ে সড়ক ও বাজারগুলোতে মানুষের আনাগোনা তুলনামূলকভাবে অনেক কম।
দেখা গেছে, আজ নিয়ামতপুর সদরে সাপ্তাহিক হাট থাকা সত্ত্বেও পাইকারি-খুচরা বিক্রেতা ও ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। উপজেলার তিন মাথা মোড়, চারমাথা মোড় বাসস্ট্যান্ড এলাকা, গাবতলী, টিএলবি, নিমদিঘী, গাংগোর, খড়িবাড়ি সহ সকল বড় বাজারে পুলিশ দেখা গেছে। প্রত্যেকদিন এসব এলাকার রাস্তাগুলো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মানুষে গিজগিজ করলেও আজ সকাল থেকে প্রায় জনশূন্য। তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দিন মাইকিং চলা সত্ত্বেও অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক দেখা যায়নি। তাই সকাল থেকেই উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি বিভিন্ন বাজার পরিদর্শন করছেন।
বাজার করতে আসা কাপাস্টিয়া এলাকার বাসিন্দা বদিউজ্জামন বাবু বলেন, 'সরকার ও প্রশাসন আমাদের ভালোর জন্যই লকডাউন দিয়েছে। কিন্তু সাধারণ জনগণ সচেতন না হলে লকডাউন কার্যকর হবে না।'
বদিউজ্জামন বাবু আরও বলেন, 'পুলিশ ও প্রশাসনিক লোকজনের উপস্থিতির কারণে উপজেলার প্রধান সড়কগুলোতে কিছুটা লকডাউন কার্যকর হচ্ছে। তবে পাড়ামহল্লার মোড় ও ছোটখাটো বাজারগুলোতে স্বাস্থ্যবিধি আগের মতোই আছে। এর জন্য প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে।'
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির বলেন, 'সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে যাতে কেউ নিয়ামতপুর উপজেলায় প্রবেশ করতে না পারে এ জন্য মোট ১৮টি পুলিশের চেকপোস্ট বসিয়েছে। এ ছাড়া পুলিশি টহল জোরদার করেছি।'
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, 'আমি উপজেলার সকল স্তরের জনসাধারণসহ আওয়ামী সংগঠনের নেতা–কর্মীদের লকডাউনকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি নিজেও বিভিন্ন এলাকার মানুষকে বোঝানোর জন্য কাজ করছে।'
নিয়ামতপুর থানার ওসি হুমায়ূন কবির বলেন, 'উপজেলায় ১৮টি চেকপোস্ট দেওয়া হয়েছে। পুলিশ টহল ডিউটি করছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো।'
উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেন।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৪ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৪ ঘণ্টা আগে