দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
এবার উপজেলা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাজশাহী দুর্গাপুরে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোজাম্মেল হককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার কল্যাণ চৌধুরী স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। এতে আগামী তিন কার্য দিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক। একই সঙ্গে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই মর্মে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো আচরণবিধির লঙ্ঘন করিনি, ওরা প্রোগ্রাম করছিল আমি এমনিতে বসেছিলাম। তা ছাড়া আমি কোনো দায়িত্বেও নাই।’
এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অধ্যক্ষ মোজাম্মেল হককে শোকজ করে নির্বাচন কমিশন। তখন দায় এড়াতে রাজনীতি করেন না মর্মে ইসির কাছে লিখিত মুচলেকা দেন তিনি।
এবার উপজেলা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাজশাহী দুর্গাপুরে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোজাম্মেল হককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার কল্যাণ চৌধুরী স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। এতে আগামী তিন কার্য দিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক। একই সঙ্গে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই মর্মে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো আচরণবিধির লঙ্ঘন করিনি, ওরা প্রোগ্রাম করছিল আমি এমনিতে বসেছিলাম। তা ছাড়া আমি কোনো দায়িত্বেও নাই।’
এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অধ্যক্ষ মোজাম্মেল হককে শোকজ করে নির্বাচন কমিশন। তখন দায় এড়াতে রাজনীতি করেন না মর্মে ইসির কাছে লিখিত মুচলেকা দেন তিনি।
মহান মে দিবসসহ সরকারি তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকেরা। বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল–মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে।
১৩ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেআজ মে দিবস। তবে মেহেরপুরের গাংনী উপজেলার অধিকাংশ দিনমজুর জানেন না মে দিবস কী। অধিকাংশ শ্রমিক বলছেন, ‘আমরা দিবস দিয়ে কী করব, না খাটলে যখন মুখে ভাত ওঠে না। তা ছাড়া আমরা দিবস–টিবস অত বুঝি না। দিনমজুর খেটে খেতে হবে এটাই বুঝি। কাজ করলে টাকা পাব, সেই টাকা দিয়ে পরিবারের মুখে ভাত তুলে দেব, আমরা এটাই বুঝি।
২৭ মিনিট আগেকুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। আজ বৃহস্পতিবার উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে