Ajker Patrika

ফের শোকজ পেলেন রাজশাহীর সেই অধ্যক্ষ 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ২১: ৫৪
ফের শোকজ পেলেন রাজশাহীর সেই অধ্যক্ষ 

এবার উপজেলা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাজশাহী দুর্গাপুরে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোজাম্মেল হককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার কল্যাণ চৌধুরী স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়। এতে আগামী তিন কার্য দিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক। একই সঙ্গে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এই মর্মে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো আচরণবিধির লঙ্ঘন করিনি, ওরা প্রোগ্রাম করছিল আমি এমনিতে বসেছিলাম। তা ছাড়া আমি কোনো দায়িত্বেও নাই।’

এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অধ্যক্ষ মোজাম্মেল হককে শোকজ করে নির্বাচন কমিশন। তখন দায় এড়াতে রাজনীতি করেন না মর্মে ইসির কাছে লিখিত মুচলেকা দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত