নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে দিনভর নির্যাতন করে দুই নির্মাণশ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শহরের সপুরা এলাকার যে বাড়িতে দুই শ্রমিক কাজে গিয়েছিলেন, সেই বাড়ি থেকে টাকা চুরির অভিযোগে বৃহস্পতিবার দিনভর তাঁদের বেঁধে নির্যাতন করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে রাতে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে নিজেদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিহত দুই শ্রমিকের মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত দুই শ্রমিক হলেন—নওগাঁর মান্দা উপজেলার মগনিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে মো. আতাউর (৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতান্নপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম রাজু (৩৫)। রাকিবুল নগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার বাসিন্দা ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর সপুরা বিসিকের মডার্ন ফুডের মালিক মো. আব্দুল্লাহ (৩৮), আবদুল্লাহের শ্বশুর মাসুম রেজা (৫০), চাচাতো শ্যালক মঈন উদ্দিন রিয়াল (১৯) এবং কর্মচারী মো. ইমরান (২১)।
পুলিশ বলছে, বৃহস্পতিবার সপুরা এলাকায় আবদুল্লাহর বাড়িতে কাজে যান দুই নির্মাণশ্রমিক। এ দিন ওই বাড়ি থেকে সাড়ে চার লাখ টাকা চুরির অভিযোগে দুজনকে বেঁধে ফেলা হয়। এরপর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় তাঁদের ওপর চালানো হয় নির্যাতন। হাত ও পায়ের নখ উপড়ে ফেলে তাঁদের কাছ থেকে টাকা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। কিন্তু দুই শ্রমিক এত নির্যাতনের পরেও টাকা চুরির স্বীকারোক্তি দেননি।
রাত ৯টার দিকে বোয়ালিয়া থানার পুলিশ দুই শ্রমিককে বর্বর নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করেই দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগেই কর্তব্যরত চিকিৎসক আতাউরকে মৃত ঘোষণা করেন। আর রাকিবুলকে পাঠানো হয় ৮ নম্বর ওয়ার্ডে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনিও মারা যান।
পুলিশ আরও জানায়, দুই শ্রমিককে নির্যাতনের সময় ভিডিও করা হয়েছে। সেই ভিডিও জব্দ করা হয়েছে। এ ছাড়া নির্যাতনের সঙ্গে জড়িত চারজনকে রাতেই শ্রমিকদের উদ্ধারের সময় আটক করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিহত রাকিবুলের স্ত্রী সোমা খাতুন (২১) বাদী হয়ে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এটা একটা বর্বর হত্যাকাণ্ড। একেবারে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করে দুই শ্রমিককে হত্যা করা হয়েছে। আরেকটু আগে খবর পেলে হয়তো দুই শ্রমিকের প্রাণ বাঁচানো যেত। কিন্তু আমরা খবর পেয়েছি রাতে। সঙ্গে সঙ্গে আবদুল্লাহের বাড়ি থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি। দুজনকে নির্যাতনের সঙ্গে আরও যারা জড়িত, তাঁদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদেরও আইনের আওতায় আনা হবে।’
রাজশাহীতে দিনভর নির্যাতন করে দুই নির্মাণশ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শহরের সপুরা এলাকার যে বাড়িতে দুই শ্রমিক কাজে গিয়েছিলেন, সেই বাড়ি থেকে টাকা চুরির অভিযোগে বৃহস্পতিবার দিনভর তাঁদের বেঁধে নির্যাতন করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে রাতে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে নিজেদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিহত দুই শ্রমিকের মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত দুই শ্রমিক হলেন—নওগাঁর মান্দা উপজেলার মগনিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে মো. আতাউর (৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতান্নপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম রাজু (৩৫)। রাকিবুল নগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার বাসিন্দা ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর সপুরা বিসিকের মডার্ন ফুডের মালিক মো. আব্দুল্লাহ (৩৮), আবদুল্লাহের শ্বশুর মাসুম রেজা (৫০), চাচাতো শ্যালক মঈন উদ্দিন রিয়াল (১৯) এবং কর্মচারী মো. ইমরান (২১)।
পুলিশ বলছে, বৃহস্পতিবার সপুরা এলাকায় আবদুল্লাহর বাড়িতে কাজে যান দুই নির্মাণশ্রমিক। এ দিন ওই বাড়ি থেকে সাড়ে চার লাখ টাকা চুরির অভিযোগে দুজনকে বেঁধে ফেলা হয়। এরপর দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় তাঁদের ওপর চালানো হয় নির্যাতন। হাত ও পায়ের নখ উপড়ে ফেলে তাঁদের কাছ থেকে টাকা চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। কিন্তু দুই শ্রমিক এত নির্যাতনের পরেও টাকা চুরির স্বীকারোক্তি দেননি।
রাত ৯টার দিকে বোয়ালিয়া থানার পুলিশ দুই শ্রমিককে বর্বর নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এরপর মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করেই দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগেই কর্তব্যরত চিকিৎসক আতাউরকে মৃত ঘোষণা করেন। আর রাকিবুলকে পাঠানো হয় ৮ নম্বর ওয়ার্ডে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনিও মারা যান।
পুলিশ আরও জানায়, দুই শ্রমিককে নির্যাতনের সময় ভিডিও করা হয়েছে। সেই ভিডিও জব্দ করা হয়েছে। এ ছাড়া নির্যাতনের সঙ্গে জড়িত চারজনকে রাতেই শ্রমিকদের উদ্ধারের সময় আটক করা হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নিহত রাকিবুলের স্ত্রী সোমা খাতুন (২১) বাদী হয়ে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘এটা একটা বর্বর হত্যাকাণ্ড। একেবারে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করে দুই শ্রমিককে হত্যা করা হয়েছে। আরেকটু আগে খবর পেলে হয়তো দুই শ্রমিকের প্রাণ বাঁচানো যেত। কিন্তু আমরা খবর পেয়েছি রাতে। সঙ্গে সঙ্গে আবদুল্লাহের বাড়ি থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি। দুজনকে নির্যাতনের সঙ্গে আরও যারা জড়িত, তাঁদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাঁদেরও আইনের আওতায় আনা হবে।’
কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া দুই নেতা হলেন জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ। আজ শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের...
১ ঘণ্টা আগেযশোরের প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তিনি মারা যান। ‘গ্রাম-গ্রামান্তরে’র...
১ ঘণ্টা আগেফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়িসহ মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পরিস্থিতি শান্ত হলে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল...
১ ঘণ্টা আগেপা ভেঙে গিয়েছিল কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলীর (৭৫)। চিকিৎসার জন্য বেশ কিছুদিন ঢাকায় থাকতে হয় তাঁকে। কয়েক দিন আগে চিকিৎসকেরা ছাড়পত্র দেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি ফেরার সময় সবাই প্রাণ হারান সড়ক দুর্ঘটনায়।
২ ঘণ্টা আগে