নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জঙ্গিবাদকে খতম করার জন্যই পৃথিবীতে ইসলাম এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ সোমবার দুপুরে রাজশাহীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাজশাহীর একটি রেস্তোরাঁয় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘যারা অপপ্রচার করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, আল্লাহ দুনিয়াতে তাদের বিচার যেমন করেছেন আখিরাতেও করবেন। বিচার তাদের হতেই হবে, দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে তারা বাধ্য। তারা ইসলামকে বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে, কিন্তু ইসলামকে তারা কলঙ্কিত করতে পারে নাই, পারবে না, বরং নিজেরাই কলঙ্কিত হয়ে বিদায় হয়েছে।’
রাজশাহীর সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘বৈষম্যকে কেন্দ্র করেই ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়েছে। আগে দেখামাত্র কোনো সরকার গুলি করার নির্দেশ দেয়নি। তবে জালিম আওয়ামী লীগ সরকার সেই নজিরও সৃষ্টি করেছে। তাই বৈষম্যহীন সমাজ গড়তে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গড়তে হবে।’
যার মধ্যে আল্লাহর ভীতি ও ইমান নেই, প্রশাসনে এমন লোক না রাখার পরামর্শ দিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘আমাদের গোলামির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। যার মধ্যে তাকওয়া ও ইমান আছে এমন লোককে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে।’
জামায়াত নেতা মুজিবুর রহমান আরও বলেন, ‘সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় দেওয়া দরকার। আগের পচা মালই যদি থাকে, আর এই অবস্থায় যদি নির্বাচন দেন, সেই নির্বাচনে কোনো রেজাল্ট হবে? যেই অবস্থা ছিল তা-ই হবে। সে জন্য সময় দেওয়া দরকার। তবে সময় এত পরিমাণ না নেওয়া দরকার যাতে মানুষ আশঙ্কা করে, বোধ হয় জনগণের ভোটে নির্বাচিত আর কোনো সরকার হবে না। এ রকম হলে ক্ষতি হবে, যার অতীত উদাহরণ আছে। বর্তমানে যারা সংস্কার করছেন, তাঁদের সময় দেওয়া উচিত। তবে সেটা যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা কত দিনের সেটা নিয়ে তর্ক থাকতে পারে। আমাদের কথা হলো, এসব পচা মাল নিয়ে ইলেকশন করা যাবে না। সেটাকে সংস্কার করতেই হবে। তবে সেটা দ্রুত সময়ের মধ্যে করাই ভালো।’
রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম আব্দুল লতিফ, অধ্যাপক ড. মাসুদ আলম, বাংলাদেশ মজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালী। সেমিনার সঞ্চালনা করেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি মো. এমাজ উদ্দিন মণ্ডল।
জঙ্গিবাদকে খতম করার জন্যই পৃথিবীতে ইসলাম এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ সোমবার দুপুরে রাজশাহীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাজশাহীর একটি রেস্তোরাঁয় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘যারা অপপ্রচার করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, আল্লাহ দুনিয়াতে তাদের বিচার যেমন করেছেন আখিরাতেও করবেন। বিচার তাদের হতেই হবে, দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে তারা বাধ্য। তারা ইসলামকে বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছে, কিন্তু ইসলামকে তারা কলঙ্কিত করতে পারে নাই, পারবে না, বরং নিজেরাই কলঙ্কিত হয়ে বিদায় হয়েছে।’
রাজশাহীর সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘বৈষম্যকে কেন্দ্র করেই ছাত্র-জনতার আন্দোলন শুরু হয়েছে। আগে দেখামাত্র কোনো সরকার গুলি করার নির্দেশ দেয়নি। তবে জালিম আওয়ামী লীগ সরকার সেই নজিরও সৃষ্টি করেছে। তাই বৈষম্যহীন সমাজ গড়তে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গড়তে হবে।’
যার মধ্যে আল্লাহর ভীতি ও ইমান নেই, প্রশাসনে এমন লোক না রাখার পরামর্শ দিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘আমাদের গোলামির রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। যার মধ্যে তাকওয়া ও ইমান আছে এমন লোককে জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে।’
জামায়াত নেতা মুজিবুর রহমান আরও বলেন, ‘সংস্কারের জন্য বর্তমান সরকারকে সময় দেওয়া দরকার। আগের পচা মালই যদি থাকে, আর এই অবস্থায় যদি নির্বাচন দেন, সেই নির্বাচনে কোনো রেজাল্ট হবে? যেই অবস্থা ছিল তা-ই হবে। সে জন্য সময় দেওয়া দরকার। তবে সময় এত পরিমাণ না নেওয়া দরকার যাতে মানুষ আশঙ্কা করে, বোধ হয় জনগণের ভোটে নির্বাচিত আর কোনো সরকার হবে না। এ রকম হলে ক্ষতি হবে, যার অতীত উদাহরণ আছে। বর্তমানে যারা সংস্কার করছেন, তাঁদের সময় দেওয়া উচিত। তবে সেটা যৌক্তিক সময়, এই যৌক্তিক সময়টা কত দিনের সেটা নিয়ে তর্ক থাকতে পারে। আমাদের কথা হলো, এসব পচা মাল নিয়ে ইলেকশন করা যাবে না। সেটাকে সংস্কার করতেই হবে। তবে সেটা দ্রুত সময়ের মধ্যে করাই ভালো।’
রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম আব্দুল লতিফ, অধ্যাপক ড. মাসুদ আলম, বাংলাদেশ মজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালী। সেমিনার সঞ্চালনা করেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি মো. এমাজ উদ্দিন মণ্ডল।
রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
৩২ মিনিট আগেচাঁদপুরের মেঘনা নদীতে এমভি ওয়েস্টিন-১ লাইটার নামে একটি জাহাজ থেকে অপরিশোধিত চিনি চুরির চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা জাহাজের স্টাফদের অচেতন করে ১৩ কোটি ২০ লাখ টাকার চিনি চুরির চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (১৭ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ চাঁদ
৩৫ মিনিট আগেচট্টগ্রামে অস্ত্র মামলায় রায় শোনার পর বিচারককে লক্ষ্য করে এক আসামির জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে পুলিশ দ্রুত ওই আসামিকে নিবৃত্ত করে হাজতখানায় নিয়ে যায়। এর আগে আদালত মো. রাজু নামের ওই আসামিকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
৩৮ মিনিট আগেরাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, বিস্ফোরকসহ গ্রেপ্তার মোন্তাসেরুল আলম ওরফে অনিন্দ্যকে (৩৩) আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ক্যামেরার সামনে বলেন, ‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন।’ পাশাপাশি তিনি হারুন ইজহার, ওসমান হাদি ও পিনাকী ভট্টাচার্যের কথা শোনার আহ্বান জানান।
৪৪ মিনিট আগে