আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেষ সময়ে আরও একজন প্রার্থী বাড়ছে। নাজমা আখতার লাকী নামের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নাজমা আক্তার লাকী বেলা ৩টা পর্যন্ত তাঁর মনোনয়নপত্র জমা দেননি বলে জানান তিনি।
নাজমা আখতার লাকী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের বাসিন্দা। আগামী ৮ মে প্রথম ধাপে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনলাইন জটিলতায় নাজমা আখতার লাকী গত ১৫ এপ্রিল নির্ধারিত সময়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। এ ঘটনায় তিনি উচ্চ আদালতে রিট করেন। গত ২৩ এপ্রিল হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চ রিটের শুনানি শেষে আদেশের দুই দিনের মধ্যে তাঁর মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন। তা ছাড়া তাঁর মনোনয়নপত্র জমা না নেওয়ার ব্যর্থতার বিষয়ে নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিবালয়ের সচিব, জয়পুরহাট রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং ও আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়।
আদেশের কপি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়। এরপর রিটার্নিং কর্মকর্তা রিটের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনে জানান। নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত না পাওয়ায় নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা। এরপর গতকাল মঙ্গলবার নাজমা আখতার লাকী আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হন। আজ দুপুরের পর রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র জমা নিতে তাঁর বাড়িতে লোক পাঠান। নাজমা আখতার লাকী ঢাকায় থাকায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
যোগাযোগ করা হলে নাজমা আখতার লাকী আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্চ আদালত দুই দিনের মধ্যে আমার মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র নেননি। আজ উচ্চ আদালতকে বিষয়টি জানানো হয়েছে। আদালত আমার মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের নির্দেশ অমান্য করায় রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে নাজমা আখতার লাকীর চেয়ারম্যান পদে প্রার্থিতা গ্রহণের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রার্থিতা গ্রহণের জন্য নাজমা আখতার লাকীর বাড়িতে লোক পাঠিয়েছিলাম। নাজমা আখতারের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। তিনি এখন পর্যন্ত (বিকেল) জমা দিতে আসেননি।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেষ সময়ে আরও একজন প্রার্থী বাড়ছে। নাজমা আখতার লাকী নামের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করতে আদালত নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নাজমা আক্তার লাকী বেলা ৩টা পর্যন্ত তাঁর মনোনয়নপত্র জমা দেননি বলে জানান তিনি।
নাজমা আখতার লাকী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামের বাসিন্দা। আগামী ৮ মে প্রথম ধাপে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
অনলাইন জটিলতায় নাজমা আখতার লাকী গত ১৫ এপ্রিল নির্ধারিত সময়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। এ ঘটনায় তিনি উচ্চ আদালতে রিট করেন। গত ২৩ এপ্রিল হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের যৌথ বেঞ্চ রিটের শুনানি শেষে আদেশের দুই দিনের মধ্যে তাঁর মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেন। তা ছাড়া তাঁর মনোনয়নপত্র জমা না নেওয়ার ব্যর্থতার বিষয়ে নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিবালয়ের সচিব, জয়পুরহাট রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং ও আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়।
আদেশের কপি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়। এরপর রিটার্নিং কর্মকর্তা রিটের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনে জানান। নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত না পাওয়ায় নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা। এরপর গতকাল মঙ্গলবার নাজমা আখতার লাকী আবারও উচ্চ আদালতের দ্বারস্থ হন। আজ দুপুরের পর রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম নাজমা আখতার লাকীর মনোনয়নপত্র জমা নিতে তাঁর বাড়িতে লোক পাঠান। নাজমা আখতার লাকী ঢাকায় থাকায় মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
যোগাযোগ করা হলে নাজমা আখতার লাকী আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্চ আদালত দুই দিনের মধ্যে আমার মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র নেননি। আজ উচ্চ আদালতকে বিষয়টি জানানো হয়েছে। আদালত আমার মনোনয়নপত্র জমা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালতের নির্দেশ অমান্য করায় রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছেন।’
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন কমিশন থেকে নাজমা আখতার লাকীর চেয়ারম্যান পদে প্রার্থিতা গ্রহণের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রার্থিতা গ্রহণের জন্য নাজমা আখতার লাকীর বাড়িতে লোক পাঠিয়েছিলাম। নাজমা আখতারের মনোনয়নপত্র গ্রহণ করা হবে। তিনি এখন পর্যন্ত (বিকেল) জমা দিতে আসেননি।’
নালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
১০ মিনিট আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেরাজধানীর ডেমরার হাজীনগর এলাকায় গায়েহলুদের এক অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সহদোর দুই ভাইসহ চারজন। ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে হাজীনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়েছে।
২৫ মিনিট আগেউজিরপুরে মহাসড়কের পাশে বসে খাবার খাওয়ার সময় বাসচাপায় মানিক গাজী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
১ ঘণ্টা আগে