শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর দুই দিনের মাথায় আবারও হামলা হয়েছে। এতে উজ্জ্বল সিং (৩৫) ও সুজন সিং (২৮) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামের ওয়েস্টার্ন অয়েল মিলের সামনে এই হামলা হয়। হামলাকারীরা স্থানীয় জোতদারদের লোক বলে অভিযোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরাই আগে হামলা করেছে বলে জোতদারদের পাল্টা অভিযোগ।
স্থানীয়রা জানান, উজ্জ্বল সিং ও সুজন সিং ওয়েস্টার্ন অয়েল মিলের শ্রমিক। আজ বুধবার সকালে তাঁরা কাজে যোগ দিতে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুজনকে মারধরের পর জোতদারেরা এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নৃগোষ্ঠীদের বাড়িতেও হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী তূরী সিংয়ের সদস্য জয়দেব কুমার জয় আজকের পত্রিকাকে বলেন, `দুজনকে আহত করার পর জোতদারেরা আবার আমাদের ওপর হামলার জন্য সংঘবদ্ধ হয়। এ জন্য তারা আম্বইল ও গড়তা মসজিদের মাইক ঘোষণা দেয়। এরপরে তারা ৩০০-৪০০ জন লাঠিসোঁটা নিয়ে আমাদের এলাকায় ছুটে আসে। আমরা প্রাণভয়ে পাশের কেশবপুর গ্রামে আশ্রয় নেই। এ সময় তারা আমাদের বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করে।'
জোতদারদের সমর্থক সুজন আলী আজকের পত্রিকাকে বলেন, `আমাদের ফারুক হোসেন নামের এক প্রতিবন্ধী যুবক ওয়েস্টার্ন অয়েল মিলের সামনে গেলে উজ্জ্বল ও সুজন তাঁকে পিটিয়ে আহত করে। পরে এলাকার কয়েকজন তাদের মারধর করেছে।'
এ বিষয়ে জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলার সভাপতি সন্তোষ সিং বলেন, `ফারুকের ওপর কেউ হামলা করেনি। সে মিলের ট্রাকের ধাক্কায় আহত হয়েছে। এটাকে অজুহাত করে জোতদার ফারুক ও মিজানুর রহমানের নেতৃত্বে আমাদের ওপর হামলা করেছে।'
তবে হামলার কথা অস্বীকার করেছেন ফারুক হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, `আদিবাসীরা ফারুকের ওপর হামলা করলে স্থানীয়রাও তাদের মারধর করেছে। আমি শুধু দূর থেকে দেখেছি।'
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, `খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
জানতে চাইলে শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, `ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আইনগত ব্যবস্থা নিতে শেরপুর থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।'
উল্লেখ্য, আবাদি জমির দখল নিয়ে শেরপুরে গত রোববার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে জোতদারদের সংঘর্ষ হয়। এদিন ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে নারী, শিশুসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জোতদারদের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠক হয়। সেখানে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়। দুই পক্ষেরই জমির কাগজপত্র যাচাই করে বিবাদ নিরসনের সিদ্ধান্ত হয়। সমঝোতার পরও আজকে এ হামলা হলো।
বগুড়ার শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর দুই দিনের মাথায় আবারও হামলা হয়েছে। এতে উজ্জ্বল সিং (৩৫) ও সুজন সিং (২৮) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামের ওয়েস্টার্ন অয়েল মিলের সামনে এই হামলা হয়। হামলাকারীরা স্থানীয় জোতদারদের লোক বলে অভিযোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরাই আগে হামলা করেছে বলে জোতদারদের পাল্টা অভিযোগ।
স্থানীয়রা জানান, উজ্জ্বল সিং ও সুজন সিং ওয়েস্টার্ন অয়েল মিলের শ্রমিক। আজ বুধবার সকালে তাঁরা কাজে যোগ দিতে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুজনকে মারধরের পর জোতদারেরা এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে নৃগোষ্ঠীদের বাড়িতেও হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী তূরী সিংয়ের সদস্য জয়দেব কুমার জয় আজকের পত্রিকাকে বলেন, `দুজনকে আহত করার পর জোতদারেরা আবার আমাদের ওপর হামলার জন্য সংঘবদ্ধ হয়। এ জন্য তারা আম্বইল ও গড়তা মসজিদের মাইক ঘোষণা দেয়। এরপরে তারা ৩০০-৪০০ জন লাঠিসোঁটা নিয়ে আমাদের এলাকায় ছুটে আসে। আমরা প্রাণভয়ে পাশের কেশবপুর গ্রামে আশ্রয় নেই। এ সময় তারা আমাদের বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করে।'
জোতদারদের সমর্থক সুজন আলী আজকের পত্রিকাকে বলেন, `আমাদের ফারুক হোসেন নামের এক প্রতিবন্ধী যুবক ওয়েস্টার্ন অয়েল মিলের সামনে গেলে উজ্জ্বল ও সুজন তাঁকে পিটিয়ে আহত করে। পরে এলাকার কয়েকজন তাদের মারধর করেছে।'
এ বিষয়ে জাতীয় আদিবাসী পরিষদের বগুড়া জেলার সভাপতি সন্তোষ সিং বলেন, `ফারুকের ওপর কেউ হামলা করেনি। সে মিলের ট্রাকের ধাক্কায় আহত হয়েছে। এটাকে অজুহাত করে জোতদার ফারুক ও মিজানুর রহমানের নেতৃত্বে আমাদের ওপর হামলা করেছে।'
তবে হামলার কথা অস্বীকার করেছেন ফারুক হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, `আদিবাসীরা ফারুকের ওপর হামলা করলে স্থানীয়রাও তাদের মারধর করেছে। আমি শুধু দূর থেকে দেখেছি।'
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, `খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
জানতে চাইলে শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, `ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আইনগত ব্যবস্থা নিতে শেরপুর থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।'
উল্লেখ্য, আবাদি জমির দখল নিয়ে শেরপুরে গত রোববার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে জোতদারদের সংঘর্ষ হয়। এদিন ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে নারী, শিশুসহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জোতদারদের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠক হয়। সেখানে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়। দুই পক্ষেরই জমির কাগজপত্র যাচাই করে বিবাদ নিরসনের সিদ্ধান্ত হয়। সমঝোতার পরও আজকে এ হামলা হলো।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪১ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৪৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে