Ajker Patrika

রাজশাহীতে বখাটেদের হামলায় আ.লীগ নেতা আহত 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বখাটেদের হামলায় আ.লীগ নেতা আহত 

রাজশাহীতে বখাটেদের হামলায় ফারুক হোসেন ডাবলু নামের এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে দামকুড়া থানার মুরারিপুরে এ ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। আগের কমিটিতে দপ্তর সম্পাদক ছিলেন তিনি। বাড়ি পবা উপজেলার শীতলাই গ্রামে। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেন ডাবলু গতকাল বুধবার ইফতারির দাওয়াতে নিজের প্রাইভেটকার চালিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে মুরারিপুর গোরস্থানের কাছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাঁর প্রাইভেটকারে ধাক্কা মারে। এ নিয়ে আওয়ামী লীগ নেতার ডাবলু প্রতিবাদ করলে তাঁর ওপরে ক্ষিপ্ত হয়ে উঠেন অটোরিকশার চালক। এ সময় স্থানীয় কিছু বখাটে অটোচালকের পক্ষ নিয়ে তাঁর ওপরে হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। 

খবর পেয়ে দ্রুত দামকুড়া থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহত আওয়ামী লীগ নেতার ছোট ভাই আব্দুল মালেক পল্টু রাতেই দামকুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটেরা হামলা চালিয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত