Ajker Patrika

বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ ৯ জন আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ ৯ জন আটক

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জিন্নাত আলীসহ (৫৭) নয়জনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলা চেয়ারম্যানকে বাঘা পৌরসভার আমোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

বিস্ফোরক আইনে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সরেরহাট গ্রামের সাগর আলী সরকার (২৩), কলিগ্রামের মনিরুজ্জামান (৪২), মামুন মণ্ডল (৩৩), রব্বেল আলী (৩৫) ও মুর্শিদপুর গ্রামের জীবন আলীকে (২৪) আটক করা হয়েছে।

তা ছাড়া পরোয়ানাভুক্ত আসামি বাউসা তেথুলিয়া শিকদারপাড়া গ্রামের মকবুল হোসেন (৫৮), মক্কেল আলী (৫৪), জাকের আলীকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।

মাওলানা জিন্নাত আলীর ছেলে ইলিয়াস কবীর ফেসবুকে লিখেছেন, ‘আমার ভাতিজার জানাজার প্রস্তুতি নেওয়া অবস্থায় আমার সম্মানিত পিতা বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে। পরিবারের সদস্যের জানাজায় অংশ নেওয়ার মতো একটি মানবিক কাজ থেকে আমার আব্বুকে গ্রেপ্তারের মতো ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার আব্বুর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (ওসি) খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক আইনে (সংশোধনী/২০০২) ছয়জনকে আটক করা হয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত