Ajker Patrika

বাঘায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বাঘায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবক গ্রেপ্তার

রাজশাহীর বাঘায় আবদুল আলিম (২৬) নামের একজন যুবককে ইমো হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল রোববার রাত ১১টায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে বাঘা থানা–পুলিশ। আবদুল আলিম বাঘা পৌরসভার নতুনপাড়া গ্রামের বাসিন্দা আক্কাস আলীর ছেলে। 

পুলিশ বলছে, দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন জনের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন আবদুল আলিম। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সময় তাঁর কাছে থেকে ২টি মোবাইল ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আবদুল আলিম দীর্ঘদিন থেকে ইমো, বিকাশ হ্যাকিং চক্রের সঙ্গে যুক্ত ছিল। এ অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। তাঁর নামে ডিজিটাল আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে আরও যারা যুক্ত আছেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত