রিমন রহমান, রাজশাহী
হেমন্তের বিকেলের মিষ্টি রোদ পড়েছে খেতভরা সোনালি ধানে। এক, দুই, তিন-বলার সঙ্গে সঙ্গেই কিষানিদের কাস্তে চলতে শুরু করল। শুরু হলো ধান কাটার প্রতিযোগিতা। হই হুল্লোড় করে কাঠা দু-এক জমির ধান চোখের পলকেই কাটা শেষ। তিনটি দলে ক্ষুদ্র জাতিসত্তার ১৫ জন নারী তিন সারি ধান কেটে সাবাড় করলেন। প্রথম হলো শাহানাপাড়ার মুকুল সরকারের দল।
প্রতিযোগিতায় ধান কাটতে নেমে কোনো নারী একবারের জন্যও নিজের কোমরটি সোজা করেননি। প্রথম হয়ে মুকুল সরকারের দলের কৃষাণী বিমলা বেগ নিজেদের ওরাও ভাষায় বললেন, ‘হামনে কষ্ট করিকে ধান কেটকে ফাস্ট হোহি।’ এ কথার বাংলা অর্থ ‘আমরা কষ্ট করে ধান কেটে প্রথম হয়েছি।’ ধান কাটার সময় একবারও কোমর সোজা করেননি, এ কথা বলতেই বিমলা বেগ বললেন, ‘কোমর ওপরে তুললে কী পারব ধান কাটতে?’
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বেলডাঙ্গা গ্রামের আলপি খাখার দল। আর তৃতীয় চৈতন্যপুরের মমতা রানীর দল। তৃতীয় হলেও আনন্দের সীমা নেই মমতার। ধান কাটা শেষে জমিতেই তিনি নাচছিলেন। মমতা বলেন, ‘আমরা না জিতেছি তো কী হয়েছে? আরেকজন তো জিতেছে। এই উৎসব হলে খুব আনন্দ লাগে। আমার মনে খুব ফুর্তি। তাই না জিতলেও আমি নেচেছি।’
অগ্রহায়ণের প্রথম দিন বুধবার (১৬ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে এভাবেই আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে উদ্যাপন হয়েছে ‘কৃষকের নবান্ন উৎসব’। রাজশাহীর কৃষি উদ্যোক্তা ও এ বছর বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক মনিরুল ইসলাম মনির এই নবান্ন উৎসবের আয়োজন করেন। এর আগেও তিন বছর তিনি এ আয়োজন করেছেন। তাঁর এ আয়োজনে উৎসবের ঢল নেমেছিল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এই গ্রামে। গ্রামের শত শত দর্শক উৎসব উপভোগ করেন।
নবান্ন উৎসব উপলক্ষে সকালে এ গ্রামের নারীরা নিজ নিজ বাড়ি লেপা মোছার কাজ করেন। আঁকা হয় আলপনা। বাড়িতে বাড়িতে রান্না হয় মাংস। ভাপা পিঠা, অ্যাংকর পিঠাসহ অন্যান্য ভালো খাবার করেন নারীরা। গোসল, খাওয়া-দাওয়া সেরে নতুন কাপড় পরে বিকেল ৩টায় তাঁরা যোগ দেন নবান্ন উৎসবে। গ্রামের শিশুরাও এসেছিল নতুন নতুন পোশাক পরে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা কৃষি কর্মকর্তা মনির আহমেদ ও সফল উদ্যোক্তা। ক্ষুদ্র জাতিসত্তার কিশোরীরা তাঁদের ফুল ছিটিয়ে এবং গাঁদা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানস্থলটিকে সাজানো হয়েছিল কাগজের ফুল দিয়ে। সেখানেই জাতীয় সংগীতের সঙ্গে শুরু হয় অনুষ্ঠান। এরপর অতিথিরা ধান কাটা প্রতিযোগিতার উদ্বোধন করে দেন। প্রতিযোগিতা শেষে শিশু-কিশোর ও কিশোরীরা নৃত্য পরিবেশন করে। দিনাজপুরের ফুলবাড়ির সবুজ সরকার নিজের উদ্ভাবন করা ড্রোন নিয়ে এসেছিলেন এই এ উৎসবে। তাঁর ড্রোন কীভাবে ফসলের জমিতে কীটনাশক স্প্রে করবে তা তিনি দেখান। পরে চেয়ার খেলা ও হাঁড়িভাঙাসহ নানা খেলা অনুষ্ঠিত হয়। চলতে থাকে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের নাচ-গান। রাতে ধান কাটার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীদের নতুন শাড়ি পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে যোগ দিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা বলেন, ‘আমরা যে এলাকায় থাকি না কেন, আমাদের অতীত সবার গ্রাম। শহুরে নানা কার্যক্রমের ভেতর এ ধরনের অনুষ্ঠান হারিয়ে যেতে বসেছে। আদি এই ঐতিহ্য ধরে রাখবার প্রয়োজনীয়তা রয়েছে। এমন আয়োজন প্রতিবছর গ্রামে গ্রামে হবে এ প্রত্যাশা করি।’
উৎসবের আয়োজক মনিরুল ইসলাম বললেন, ‘আমরা এবার চতুর্থবারের মতো এ উৎসব করলাম। কৃষক যদি তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় তাহলে এ ধরনের উৎসবও গ্রামে গ্রামে আরও বেশি বেশি হবে। এ উৎসবে একদিনের জন্য হলেও কৃষকের যে নির্মল আনন্দ তার প্রয়োজন আছে। তাই যত দিন কৃষির সঙ্গে আছি, তত দিন চালিয়ে যাব।’
হেমন্তের বিকেলের মিষ্টি রোদ পড়েছে খেতভরা সোনালি ধানে। এক, দুই, তিন-বলার সঙ্গে সঙ্গেই কিষানিদের কাস্তে চলতে শুরু করল। শুরু হলো ধান কাটার প্রতিযোগিতা। হই হুল্লোড় করে কাঠা দু-এক জমির ধান চোখের পলকেই কাটা শেষ। তিনটি দলে ক্ষুদ্র জাতিসত্তার ১৫ জন নারী তিন সারি ধান কেটে সাবাড় করলেন। প্রথম হলো শাহানাপাড়ার মুকুল সরকারের দল।
প্রতিযোগিতায় ধান কাটতে নেমে কোনো নারী একবারের জন্যও নিজের কোমরটি সোজা করেননি। প্রথম হয়ে মুকুল সরকারের দলের কৃষাণী বিমলা বেগ নিজেদের ওরাও ভাষায় বললেন, ‘হামনে কষ্ট করিকে ধান কেটকে ফাস্ট হোহি।’ এ কথার বাংলা অর্থ ‘আমরা কষ্ট করে ধান কেটে প্রথম হয়েছি।’ ধান কাটার সময় একবারও কোমর সোজা করেননি, এ কথা বলতেই বিমলা বেগ বললেন, ‘কোমর ওপরে তুললে কী পারব ধান কাটতে?’
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বেলডাঙ্গা গ্রামের আলপি খাখার দল। আর তৃতীয় চৈতন্যপুরের মমতা রানীর দল। তৃতীয় হলেও আনন্দের সীমা নেই মমতার। ধান কাটা শেষে জমিতেই তিনি নাচছিলেন। মমতা বলেন, ‘আমরা না জিতেছি তো কী হয়েছে? আরেকজন তো জিতেছে। এই উৎসব হলে খুব আনন্দ লাগে। আমার মনে খুব ফুর্তি। তাই না জিতলেও আমি নেচেছি।’
অগ্রহায়ণের প্রথম দিন বুধবার (১৬ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে এভাবেই আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে উদ্যাপন হয়েছে ‘কৃষকের নবান্ন উৎসব’। রাজশাহীর কৃষি উদ্যোক্তা ও এ বছর বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক মনিরুল ইসলাম মনির এই নবান্ন উৎসবের আয়োজন করেন। এর আগেও তিন বছর তিনি এ আয়োজন করেছেন। তাঁর এ আয়োজনে উৎসবের ঢল নেমেছিল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত এই গ্রামে। গ্রামের শত শত দর্শক উৎসব উপভোগ করেন।
নবান্ন উৎসব উপলক্ষে সকালে এ গ্রামের নারীরা নিজ নিজ বাড়ি লেপা মোছার কাজ করেন। আঁকা হয় আলপনা। বাড়িতে বাড়িতে রান্না হয় মাংস। ভাপা পিঠা, অ্যাংকর পিঠাসহ অন্যান্য ভালো খাবার করেন নারীরা। গোসল, খাওয়া-দাওয়া সেরে নতুন কাপড় পরে বিকেল ৩টায় তাঁরা যোগ দেন নবান্ন উৎসবে। গ্রামের শিশুরাও এসেছিল নতুন নতুন পোশাক পরে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, ডাকরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা কৃষি কর্মকর্তা মনির আহমেদ ও সফল উদ্যোক্তা। ক্ষুদ্র জাতিসত্তার কিশোরীরা তাঁদের ফুল ছিটিয়ে এবং গাঁদা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানস্থলটিকে সাজানো হয়েছিল কাগজের ফুল দিয়ে। সেখানেই জাতীয় সংগীতের সঙ্গে শুরু হয় অনুষ্ঠান। এরপর অতিথিরা ধান কাটা প্রতিযোগিতার উদ্বোধন করে দেন। প্রতিযোগিতা শেষে শিশু-কিশোর ও কিশোরীরা নৃত্য পরিবেশন করে। দিনাজপুরের ফুলবাড়ির সবুজ সরকার নিজের উদ্ভাবন করা ড্রোন নিয়ে এসেছিলেন এই এ উৎসবে। তাঁর ড্রোন কীভাবে ফসলের জমিতে কীটনাশক স্প্রে করবে তা তিনি দেখান। পরে চেয়ার খেলা ও হাঁড়িভাঙাসহ নানা খেলা অনুষ্ঠিত হয়। চলতে থাকে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের নাচ-গান। রাতে ধান কাটার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীদের নতুন শাড়ি পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে যোগ দিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা বলেন, ‘আমরা যে এলাকায় থাকি না কেন, আমাদের অতীত সবার গ্রাম। শহুরে নানা কার্যক্রমের ভেতর এ ধরনের অনুষ্ঠান হারিয়ে যেতে বসেছে। আদি এই ঐতিহ্য ধরে রাখবার প্রয়োজনীয়তা রয়েছে। এমন আয়োজন প্রতিবছর গ্রামে গ্রামে হবে এ প্রত্যাশা করি।’
উৎসবের আয়োজক মনিরুল ইসলাম বললেন, ‘আমরা এবার চতুর্থবারের মতো এ উৎসব করলাম। কৃষক যদি তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় তাহলে এ ধরনের উৎসবও গ্রামে গ্রামে আরও বেশি বেশি হবে। এ উৎসবে একদিনের জন্য হলেও কৃষকের যে নির্মল আনন্দ তার প্রয়োজন আছে। তাই যত দিন কৃষির সঙ্গে আছি, তত দিন চালিয়ে যাব।’
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ সেকেন্ড আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪১ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে