চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলা নিমপাড়া ইউনিয়নের পাইটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে বিদ্যালয়ের বেঞ্চ বিক্রির অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। দপ্তরি কাম প্রহরী লিটন আলী বিদ্যালয়ের ২৫ সেট লোহার বেঞ্চ বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে অভিযুক্ত দপ্তরি বিদ্যালয়ের গাছের আম-কাঁঠালও বিক্রি করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অভিভাবকদের দাবি—এসব অনিয়মের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। বিদ্যালয়ে ওই দপ্তরিই সর্বময় ক্ষমতার অধিকারী। বেঞ্চ বিক্রির বিষয়ে অভিভাবকেরা শিক্ষা অফিসসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
অভিভাবকদের সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই দুপুরে ঈদুল আজহার ছুটিতে লিটন আলী ভ্যানে করে ২৫ সেট লোহার বেঞ্চ বিদ্যালয় থেকে বের করে নিয়ে যান। এ সময় স্থানীয়রা জানতে চাইলে তিনি বলেন—মেরামত করতে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তিনি বেঞ্চগুলো কেজি দরে বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার সকালে পাইটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লিটন আলীর চাচাতো ভাই দেলোয়ার হোসেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। সেই সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগেরও সভাপতি তিনি।
স্থানীয়দের অভিযোগ—রাজনৈতিক সূত্রে লিটন আলী বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন। ফলে বিদ্যালয়ে লিটন আলী নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করেন। আর তাই একের পর এক অনিয়ম করলেও প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় প্রশাসন তাঁকে কখনো আইনের আওতায় নিয়ে আসেননি।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘লিটন আমার চাচাতো ভাই হলেও সে এখানে দপ্তরি। কেউ অপরাধ করলে শাস্তি পেতে হবে। বেঞ্চ বিক্রির বিষয়টি নিয়ে তাঁর কাছে মুচলেকা নিয়েছি। সে আর কখনো করবে না। বেঞ্চ বিক্রির টাকা কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছি।’
স্থানীয় বাসিন্দা তাজমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দপ্তরি লিটন আলী ওই বিদ্যালয়ের সর্ব ক্ষমতার অধিকারী। বিদ্যালয়ের গাছের আম-কাঁঠাল ইচ্ছেমতো পেড়ে বিক্রি করেন। এবার ঈদের ছুটিতে শিক্ষার্থীদের বেঞ্চও বিক্রি করে দিয়েছেন। আমরা এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাচ্ছি না।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিম উদ্দীন বলেন, ‘আমাদের দপ্তরি আমাকে না জানিয়েই কিছু বেঞ্চ বিক্রি করে দিয়েছে। বিষয়টি আমি শিক্ষা অফিসে জানিয়েছি।’
উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাটি জানার পরে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে অভিযুক্ত দপ্তরি লিটন আলী বলেন, ‘কিছু অকেজো বেঞ্চ বিক্রি করেছি। সেগুলো কোনো কাজে লাগছিল না। প্রধান শিক্ষক স্যারকে পরে বিষয়টি জানাব ভেবেছিলাম। অভিভাবকদের সব অভিযোগ সত্য না।’
রাজশাহীর চারঘাট উপজেলা নিমপাড়া ইউনিয়নের পাইটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে বিদ্যালয়ের বেঞ্চ বিক্রির অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। দপ্তরি কাম প্রহরী লিটন আলী বিদ্যালয়ের ২৫ সেট লোহার বেঞ্চ বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে অভিযুক্ত দপ্তরি বিদ্যালয়ের গাছের আম-কাঁঠালও বিক্রি করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অভিভাবকদের দাবি—এসব অনিয়মের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। বিদ্যালয়ে ওই দপ্তরিই সর্বময় ক্ষমতার অধিকারী। বেঞ্চ বিক্রির বিষয়ে অভিভাবকেরা শিক্ষা অফিসসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
অভিভাবকদের সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই দুপুরে ঈদুল আজহার ছুটিতে লিটন আলী ভ্যানে করে ২৫ সেট লোহার বেঞ্চ বিদ্যালয় থেকে বের করে নিয়ে যান। এ সময় স্থানীয়রা জানতে চাইলে তিনি বলেন—মেরামত করতে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তিনি বেঞ্চগুলো কেজি দরে বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে।
আজ বুধবার সকালে পাইটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লিটন আলীর চাচাতো ভাই দেলোয়ার হোসেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। সেই সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগেরও সভাপতি তিনি।
স্থানীয়দের অভিযোগ—রাজনৈতিক সূত্রে লিটন আলী বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন। ফলে বিদ্যালয়ে লিটন আলী নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করেন। আর তাই একের পর এক অনিয়ম করলেও প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় প্রশাসন তাঁকে কখনো আইনের আওতায় নিয়ে আসেননি।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ‘লিটন আমার চাচাতো ভাই হলেও সে এখানে দপ্তরি। কেউ অপরাধ করলে শাস্তি পেতে হবে। বেঞ্চ বিক্রির বিষয়টি নিয়ে তাঁর কাছে মুচলেকা নিয়েছি। সে আর কখনো করবে না। বেঞ্চ বিক্রির টাকা কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছি।’
স্থানীয় বাসিন্দা তাজমুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দপ্তরি লিটন আলী ওই বিদ্যালয়ের সর্ব ক্ষমতার অধিকারী। বিদ্যালয়ের গাছের আম-কাঁঠাল ইচ্ছেমতো পেড়ে বিক্রি করেন। এবার ঈদের ছুটিতে শিক্ষার্থীদের বেঞ্চও বিক্রি করে দিয়েছেন। আমরা এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানিয়েও কোনো সমাধান পাচ্ছি না।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিম উদ্দীন বলেন, ‘আমাদের দপ্তরি আমাকে না জানিয়েই কিছু বেঞ্চ বিক্রি করে দিয়েছে। বিষয়টি আমি শিক্ষা অফিসে জানিয়েছি।’
উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাটি জানার পরে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে অভিযুক্ত দপ্তরি লিটন আলী বলেন, ‘কিছু অকেজো বেঞ্চ বিক্রি করেছি। সেগুলো কোনো কাজে লাগছিল না। প্রধান শিক্ষক স্যারকে পরে বিষয়টি জানাব ভেবেছিলাম। অভিভাবকদের সব অভিযোগ সত্য না।’
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে