বগুড়া প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় এক বাঁশবাগান থেকে জিসান (১২) নামের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে অটোরিকশাতে করে কিশোর ছেলের মরদেহ থানায় নিয়ে যান নিহত স্কুলছাত্রের মা। নিহত জিসানের মায়ের দাবি, তাঁর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে কেউ। এদিকে প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
আজ শনিবার দুপুরে ওই উপজেলার বরংগাশনি গ্রামের বাঁশবাগানে ওই কিশোরের মরদেহ পাওয়া যায়। পরে বিকেলে সন্তানের মরদেহ অটোরিকশাতে নিয়ে কাহালু থানায় নিয়ে ছেলে হত্যার বিচার দাবি করেন তার মা নাসিমা বেগম। ১২ বছর জিসান বরংগাশনি গ্রামের দক্ষিণপাড়ার আব্দুর রহিমের ছেলে। সে বরংগাশনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
জিসানের মা নাসিমা বেগম জানান, শনিবার দুপুর একটা পর্যন্ত তাঁর ছেলে বাড়িতেই ছিল। এরপরে বাড়ি থেকে বের হয় জিসান। অনেক সময় পার হলেও সে বাড়িতে ফিরছিল না। পরে তাকে খুঁজতে বাড়ি থেকে তিনি নিজেই বের হন। এ সময় তিনি ওই বাঁশবাগানে যান। সেখানে একটি বাঁশের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় জিসানকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন জানান, জিসানের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। তার গলায় শুধু দড়ির প্যাঁচানোর দাগ আছে। প্রাথমিকভাবে এ ছাড়া তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
বগুড়ার কাহালু উপজেলায় এক বাঁশবাগান থেকে জিসান (১২) নামের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে অটোরিকশাতে করে কিশোর ছেলের মরদেহ থানায় নিয়ে যান নিহত স্কুলছাত্রের মা। নিহত জিসানের মায়ের দাবি, তাঁর ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে কেউ। এদিকে প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।
আজ শনিবার দুপুরে ওই উপজেলার বরংগাশনি গ্রামের বাঁশবাগানে ওই কিশোরের মরদেহ পাওয়া যায়। পরে বিকেলে সন্তানের মরদেহ অটোরিকশাতে নিয়ে কাহালু থানায় নিয়ে ছেলে হত্যার বিচার দাবি করেন তার মা নাসিমা বেগম। ১২ বছর জিসান বরংগাশনি গ্রামের দক্ষিণপাড়ার আব্দুর রহিমের ছেলে। সে বরংগাশনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
জিসানের মা নাসিমা বেগম জানান, শনিবার দুপুর একটা পর্যন্ত তাঁর ছেলে বাড়িতেই ছিল। এরপরে বাড়ি থেকে বের হয় জিসান। অনেক সময় পার হলেও সে বাড়িতে ফিরছিল না। পরে তাকে খুঁজতে বাড়ি থেকে তিনি নিজেই বের হন। এ সময় তিনি ওই বাঁশবাগানে যান। সেখানে একটি বাঁশের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় জিসানকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমবার হোসেন জানান, জিসানের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। তার গলায় শুধু দড়ির প্যাঁচানোর দাগ আছে। প্রাথমিকভাবে এ ছাড়া তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সিলেট বিভাগে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। এপ্রিল মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে ৪২ জন। আজ রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
৬ মিনিট আগেবটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় দিনদুপুরে গুলি ছুড়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্ধলক্ষাধিক টাকা লুটে নিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ৮-৯ জন কিশোর গ্যাং সদস্য মোটরসাইকেলে হেলমেট পরে এসে মো. সোহাগ ইসলাম (৪২) নামের একজনের ব্যবসাপ্রতিষ্ঠানে এই লুট
১৭ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রাজনীতি নিষিদ্ধ। প্রতিষ্ঠানটির কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয়ের এমন নির্দেশনা ভেঙে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে অংশ নিয়েছেন আশিক ইকবাল নামের এক কর্মকর্তা। তিনি রুয়েটের সংস্থ
৩১ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজন শিকদার হত্যা মামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও দিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার (৪ মে) বিকেলের দিকে রায়পুরা থানা প্রাঙ্গণে এ কর্মসূচিতে নিহত পরীক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও স্বজনেরা অংশ নেন।
৩৫ মিনিট আগে