Ajker Patrika

প্রাথমিক স্তরে সাধারণ জ্ঞানে বিভাগীয় সাফল্য গৌরব পালের

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
পদক হাতে গৌরব পাল ও তাঁর বাবা ও শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা
পদক হাতে গৌরব পাল ও তাঁর বাবা ও শিক্ষকেরা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের শিশু গৌরব পাল রাজশাহী বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানের ‘খ’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী শুধু নিজের নয়, তার বিদ্যালয় ও এলাকার গর্বও হয়ে উঠেছে। গৌরব সিরাজগঞ্জের রসুলপুর গ্রামের হাইস্কুলের শিক্ষক গৌতম চন্দ্র পাল ও গৃহিণী বেদনা রাণী পালের দ্বিতীয় সন্তান।

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় গৌরব সাধারণ জ্ঞানে দ্বিতীয় হয়ে মেডেল ও সার্টিফিকেট লাভ করে। এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান ও ইংরেজিতে প্রথম এবং জেলা পর্যায়ে সাধারণ জ্ঞানে প্রথম ও ইংরেজিতে দ্বিতীয় হয় সে।

গৌরবের বাবা গৌতম পাল সন্তানের এই অর্জনে আপ্লুত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছেই গর্বের বিষয়। আমি চাই আমার ছেলে শুধু পড়ালেখায় নয়, মানুষ হিসেবেও বড় হোক এবং দেশের মানুষের জন্য কিছু করে দেখাক।’

গৌরবের এই সাফল্যের পেছনে তার পরিবার ও শিক্ষকদের অবদান বলে জানায়। নিজের আগ্রহ ও স্বপ্নের কথা বলতে গিয়ে গৌরব পাল জানায়, ছোটবেলা থেকেই সাধারণ জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মেছে। পাঠ্যবইয়ের বাইরে মোবাইল ফোনে বিশ্বের নানা তথ্য ও সাধারণ জ্ঞানের খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করি। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার ইচ্ছে ছিল, যদিও তা হয়নি, তবু দ্বিতীয় হয়ে অনেক খুশি।

ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গে গৌরব পাল জানায়, সরকারি বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ার কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশের মানুষের জন্য কাজ করতে চায় সে।

রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম জানান, গৌরবের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার এই সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত