নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার বিশালাকার পুকুরটি ভরাট করা হচ্ছে। গত সোমবার মধ্যরাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুকুর ভরাটের কাজে নিয়োজিত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে আবারও পুকুর ভরাট শুরু হয়।
গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুরের সামনের সড়কের ফুটপাতে একদল যুবক পাটি বিছিয়ে বসে আছেন। আরেকটি দল মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। একের পর এক ট্রাক এসে বালু ফেলছে পুকুরপাড়ে। আর পেলোডার দিয়ে সেই বালু টেনে পুকুরের পানিতে ফেলা হচ্ছে।
নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মৌজায় অবস্থিত এই পুকুরের আরএস খতিয়ান নম্বর ৪৮৮ এবং দাগ নম্বর ২৪৭৮। প্রায় ১ দশমিক ৫৩ একর আয়তনের বিশাল পুকুরটি গত ২৫ মার্চ থেকে ভরাট করা হচ্ছে। যাঁরা পুকুরটি ভরাট করছেন, তাঁরা বলছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) কয়েক ব্যক্তি এই পুকুরের মালিক। তবে এই ডিসি-এসপি কোন জেলায় কর্মরত, তা তাঁরা বলছেন না।
অবৈধভাবে এই পুকুর ভরাট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও সরেজমিন পরিদর্শন করেন। তবে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। তবে গত সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান অভিযান চালিয়ে ভরাটের কাজে নিয়োজিত আরিফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ অভিযানের পর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, অবৈধভাবে পুকুর ভরাট বন্ধে তাঁরা ‘জিরো টলারেন্স’ নীতিতে আছেন। পুকুরটি ভরাটের অপরাধে ভ্রাম্যমাণ আদালত একজনকে জরিমানা করেছেন। তা ছাড়া সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে। আবারও এই পুকুর ভরাট শুরু হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে গতকাল মঙ্গলবার রাতে আবারও পুকুরটি ভরাটের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, বিষয়টি জানা ছিল না। মধ্যরাতে পুকুর ভরাট করার কারণে অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে। তার পরও তিনি বিষয়টি দেখবেন। এবার হাতেনাতে কাউকে আটক করা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার নিরাপত্তা প্রহরী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য লালন শেখ মালিকপক্ষের কাছ থেকে পুকুরটি ভরাট করে দেওয়ার কাজ নিয়েছেন। তিনি রাজশাহীর সন্ত্রাসী গ্রুপ ‘তরিক বাহিনী’র সঙ্গে সম্পৃক্ত। অভিযানের পরও পুকুর ভরাটের বিষয়ে জানতে চাইলে আজ বুধবার দুপুরে তিনি বলেন, ‘এই পুকুরের বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও রাজশাহী নগরীর মেহেরচণ্ডী এলাকার বিশালাকার পুকুরটি ভরাট করা হচ্ছে। গত সোমবার মধ্যরাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুকুর ভরাটের কাজে নিয়োজিত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে আবারও পুকুর ভরাট শুরু হয়।
গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুরের সামনের সড়কের ফুটপাতে একদল যুবক পাটি বিছিয়ে বসে আছেন। আরেকটি দল মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। একের পর এক ট্রাক এসে বালু ফেলছে পুকুরপাড়ে। আর পেলোডার দিয়ে সেই বালু টেনে পুকুরের পানিতে ফেলা হচ্ছে।
নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মৌজায় অবস্থিত এই পুকুরের আরএস খতিয়ান নম্বর ৪৮৮ এবং দাগ নম্বর ২৪৭৮। প্রায় ১ দশমিক ৫৩ একর আয়তনের বিশাল পুকুরটি গত ২৫ মার্চ থেকে ভরাট করা হচ্ছে। যাঁরা পুকুরটি ভরাট করছেন, তাঁরা বলছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) কয়েক ব্যক্তি এই পুকুরের মালিক। তবে এই ডিসি-এসপি কোন জেলায় কর্মরত, তা তাঁরা বলছেন না।
অবৈধভাবে এই পুকুর ভরাট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও সরেজমিন পরিদর্শন করেন। তবে তাঁরা কোনো ব্যবস্থা নেননি। তবে গত সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান অভিযান চালিয়ে ভরাটের কাজে নিয়োজিত আরিফুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ অভিযানের পর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, অবৈধভাবে পুকুর ভরাট বন্ধে তাঁরা ‘জিরো টলারেন্স’ নীতিতে আছেন। পুকুরটি ভরাটের অপরাধে ভ্রাম্যমাণ আদালত একজনকে জরিমানা করেছেন। তা ছাড়া সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে। আবারও এই পুকুর ভরাট শুরু হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে গতকাল মঙ্গলবার রাতে আবারও পুকুরটি ভরাটের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, বিষয়টি জানা ছিল না। মধ্যরাতে পুকুর ভরাট করার কারণে অভিযান চালানো কঠিন হয়ে পড়ছে। তার পরও তিনি বিষয়টি দেখবেন। এবার হাতেনাতে কাউকে আটক করা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার নিরাপত্তা প্রহরী ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য লালন শেখ মালিকপক্ষের কাছ থেকে পুকুরটি ভরাট করে দেওয়ার কাজ নিয়েছেন। তিনি রাজশাহীর সন্ত্রাসী গ্রুপ ‘তরিক বাহিনী’র সঙ্গে সম্পৃক্ত। অভিযানের পরও পুকুর ভরাটের বিষয়ে জানতে চাইলে আজ বুধবার দুপুরে তিনি বলেন, ‘এই পুকুরের বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৪ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৪ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৭ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে