Ajker Patrika

চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
বন্দুক হাতে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া। ছবি: সংগৃহীত
বন্দুক হাতে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না পেয়ে এক প্রবাসীকে বন্দুক দিয়ে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

আজ রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে আজ সন্ধ্যায় ওই ভুক্তভোগী সোহরাব হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় প্রবাসী সোহরাব হোসেন তাঁর বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। কিন্তু সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ও তাঁর লোকজন সোহরাবের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার জানালে আজ রোববার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে ফারজান করিম, আলিফ ভূঁইয়াসহ ১০-১২ জনের একটি দল তাঁকে মারধর করেন। পরে শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে হত্যার হুমকি দেন। এ সময় তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান ভূঁইয়া বলেন, ‘এটা আমার বাবার রেখে যাওয়া বন্দুক। এটার লাইসেন্স রয়েছে। আমি কোনো হত্যার হুমকি দেইনি।’

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, ‘ঘটনাটি শুনেছি। বিষয়টি দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত