Ajker Patrika

আদমদীঘিতে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত অটোরিকশাচালকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত অটোরিকশাচালকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত অটোরিকশাচালক রুবেল হোসেন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাতে জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

নিহত রুবেল হোসেন আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের কাজেম উদ্দীনের ছেলে। তাঁর মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ‘ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

আদমদীঘি থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানা গেছে, গত শনিবার রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে মুরইল বাজারের দিকে যাচ্ছিলেন রুবেল হোসেন। পথিমধ্যে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে কোদবাবুর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত ৪-৫ জন ছিনতাইকারী তাঁর অটোরিকশার গতিরোধ করে বেধড়ক মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে থাকেন রুবেল হোসেন। 

স্থানীয় লোকজন রুবেল হোসেনকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাঁর অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত