Ajker Patrika

বান্ধবীকে নিয়ে হলে রাতযাপন, রাবি শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২১ জুন ২০২৫, ১৪: ৪১
নাজমুল ইসলাম। ছবি: সংগৃহীত
নাজমুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে এক আবাসিক ছাত্র বান্ধবীকে নিয়ে রাতযাপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল ইসলামকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নাজমুল রাবির পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। বাড়ি মাদারীপুর।

হলের অন্য শিক্ষার্থীরা জানান, ৪ জুন ভোরে একটি ছেলে সাইকেল চালিয়ে হল থেকে বেরিয়ে যাওয়ার সময় পেছনে একটি মেয়ে বসে ছিলেন। হলের দারোয়ান তাঁদের থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সাইকেলের গতি বেশি থাকায় ব্যর্থ হন।

জানতে চাইলে নাজমুল বলেন, ‘৩ তারিখে আমার জন্মদিন ছিল। সেদিন কেক কেটে রাত হয়ে যায়। এদিকে ওর (মেয়েটি) মেস থেকে ৩ তারিখের মধ্যে চলে যেতে বলে। ও মেসে যেতে পারবে না বলে আমাকে অনুরোধ করে রাখার জন্য। পরে আমি ওকে রাতে হলে নিয়ে আসি। মূলত আমি ওকে শেল্টার দেওয়ার জন্য রাখি। পরে সকালে চলে যায়। তখন কেউ হয়তো আমাদের দেখে। এ বিষয়ে প্রভোস্ট স্যার আমাকে ডেকেছিলেন। আমি তাঁকে বিষয়টি খুলে বলি। তিনি আমাকে হল থেকে বহিষ্কার করেন এবং বিষয়টি জানাজানি হবে না বলেও আমাকে জানিয়েছিলেন।’

এ বিষয়ে হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) মোতাহার হোসেন বলেন, ‘ঘটনাটি সত্যি। হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তার সিট বাতিল করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত