Ajker Patrika

কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ: আসামির ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ: আসামির ৭ বছরের কারাদণ্ড

পাবনার চাটমোহরে এক কিশোরীকে (১৭) ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় সিরাজুল ইসলাম শিবুকে (৫৫) সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়। পরে আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

২০২০ সালের ২৪ আগস্ট ওই কিশোরীকে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়েছিল। ধর্ষণের সময় অভিযুক্ত সিরাজুল ইসলাম শিবু গোপনে ভিডিও ধারণ করেছিলেন। তুলে রেখেছিলেন কিশোরীর নগ্ন ছবিও। পরবর্তী সময়ে সেই কিশোরীর বিয়ে ঠিক হলে ওই ছবি ও ভিডিও পাঠান হবু বরকে। তাতে বিয়ে ভেঙে গেলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোরী।

আসামি সিরাজুলের বাড়ি চাটমোহরের মথুরাপুর গ্রামে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই কিশোরীকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন আসামি সিরাজুল। এ সময় ভিডিও করে রাখা হয়। সেটি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে আরও একাধিকবার ধর্ষণ করা হয়। এ ছাড়া এসব কথা কাউকে বললে কিশোরীর ছোট ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়।

তাতে ভয়ে ওই কিশোরী কারও কাছে মুখ খোলেনি। দুই বছর পর ওই কিশোরীর বিয়ের আয়োজন করে তার পরিবার। ২০২২ সালের ১২ জুলাই বিয়ের দিন ঠিক ছিল। বিয়ের খবর জানতে পেরে সিরাজুল ওই ছবি এবং ভিডিও হবু বরের মোবাইল ফোনে পাঠান। তাতে হবু বর বিয়েতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি ওই কিশোরীর পরিবারকে জানান।

এদিকে বিয়ে ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই ওই তরুণী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালে নিয়ে চিকিৎসার পর সুস্থ হলে তিনি ধর্ষণের ঘটনাটি পরিবারের কাছে খুলে বলেন। এরপর ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আসে।

আইনজীবী ইসমত আরা বলেন, আদালত আলাদা দুটি ধারায় আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা করে জরিমানা করেছেন। জরিমানার প্রতি ২ লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই ১ লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। কারাদণ্ডের সাজা সবগুলো একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত