Ajker Patrika

বগুড়ায় পুলিশি নিরাপত্তার মধ্যেও দূরপাল্লার বাসে যাত্রী মিলছে না 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পুলিশি নিরাপত্তার মধ্যেও দূরপাল্লার বাসে যাত্রী মিলছে না 

বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিকে বগুড়া থেকে সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল শুরু করলেও যাত্রী নেই বললেই চলে। মাইক দিয়ে ডেকেও যাত্রী পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা। 

আজ রোববার বগুড়ার চারমাথা আন্তজেলা বাস টার্মিনাল ও ঠনঠনিয়া ঢাকা কোচ টার্মিনাল ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

প্রশাসন ও শ্রমিক নেতারা বলছে, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক নেতাদের কয়েক দফা বৈঠক হয়। একপর্যায়ে অরবোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় যাত্রীবাহী বাস চলাচলের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী রোববার বেলা ১১টায় ঠনঠনিয়া বাসস্ট্যান্ড থেকে শাহ ফতেহ আলী ও হানিফ পরিবহনের দুটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। 

তবে ৪০ আসনের বাস দুটিতে যাত্রী ছিল ২৫ জন। বাস দুটি ছেড়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিয়ে ঢাকার উদ্দেশে নিয়ে যায়। 

এ দিকে চারমাথা আন্তজেলা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, নওগাঁ রুটে যাত্রী সংকট থাকায় পরিবহন শ্রমিকেরা মাইক দিয়ে যাত্রী ডাকছেন। 

পরিবহন শ্রমিকেরা জানান, প্রতিটি রুটেই যাত্রী সংকট। অপরদিকে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসযাত্রী হচ্ছেন না। 

বগুড়া বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক আজকের পত্রিকাকে বলেন, ‘বাস চলাচল শুরু হলেও যাত্রী একেবারেই কম। বাস চলাচল শুরুর বিষয়টি লোকজন এখনো জানে না। এ কারণে যাত্রী কম। তবে জানাজানি হলে যাত্রী বাড়বে বলে আশা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত