নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুপুরে বহিষ্কার হন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা। কয়েক ঘণ্টা পর বিকেলেই দলীয় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা জিউপাড়া ইউনিয়নে।
এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা বলছেন, বহিষ্কৃত নেতাকে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে জায়গা দিয়ে জেলা বিএনপির নেতাদের অপমান করা হয়েছে। দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতাদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও মনে করেন তাঁরা।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল বুধবার (১১ জুন) পুঠিয়া উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা বিএনপি। একই দিন বিকেলে তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
আর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
আরও জানা যায়, আনোয়ারুল ইসলাম জুম্মা পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে এলাকার একজন প্রধান শিক্ষককে স্কুলে যেতে না দেওয়ার অভিযোগ আছে। এ ছাড়া তাঁর ইন্ধনে বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে গত সোমবার দুই সেনাসদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। এ কারণে গতকাল আনোয়ারুল ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হয়েও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম জুম্মা আজকের পত্রিকাকে বলেন, ‘কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরও অনেক বড় প্রোগ্রাম করেছি। জনগণ যেখানে চাইবে, আমি সেখানেই আছি। আমি জনগণের সঙ্গে আছি।’
ওই অনুষ্ঠানের অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, আনোয়রুলকে বহিষ্কারের বিষয়টি তিনি জানতেন না। তাই দলীয় কর্মসূচিতে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এটা তো বিয়ের দাওয়াত ছিল না যে তিনি চলে গেলেন। এটা রাজনৈতিক অনুষ্ঠান ছিল। সেখানে তিনি গিয়ে ঠিক করেননি। কারণ, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তদন্তে সত্যতা পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রোগ্রাম করেছে, তারাও জানে। তাদের বোঝা উচিত ছিল, এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু বহিষ্কৃত নেতাকে সঙ্গে নিয়ে প্রোগ্রাম করে তারা পার্টির সিদ্ধান্তকে অমান্য করেছে।’
রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘গতকাল বিকেলে বিএনপির অনুষ্ঠানের বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম আমাদের অবগত করেছেন। তিনি জানিয়েছেন যে আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে—বিষয়টি তিনি জানতেন না।’
আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুপুরে বহিষ্কার হন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা। কয়েক ঘণ্টা পর বিকেলেই দলীয় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা জিউপাড়া ইউনিয়নে।
এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা বলছেন, বহিষ্কৃত নেতাকে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে জায়গা দিয়ে জেলা বিএনপির নেতাদের অপমান করা হয়েছে। দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতাদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও মনে করেন তাঁরা।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল বুধবার (১১ জুন) পুঠিয়া উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা বিএনপি। একই দিন বিকেলে তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
আর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
আরও জানা যায়, আনোয়ারুল ইসলাম জুম্মা পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে এলাকার একজন প্রধান শিক্ষককে স্কুলে যেতে না দেওয়ার অভিযোগ আছে। এ ছাড়া তাঁর ইন্ধনে বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে গত সোমবার দুই সেনাসদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। এ কারণে গতকাল আনোয়ারুল ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হয়েও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম জুম্মা আজকের পত্রিকাকে বলেন, ‘কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরও অনেক বড় প্রোগ্রাম করেছি। জনগণ যেখানে চাইবে, আমি সেখানেই আছি। আমি জনগণের সঙ্গে আছি।’
ওই অনুষ্ঠানের অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, আনোয়রুলকে বহিষ্কারের বিষয়টি তিনি জানতেন না। তাই দলীয় কর্মসূচিতে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এটা তো বিয়ের দাওয়াত ছিল না যে তিনি চলে গেলেন। এটা রাজনৈতিক অনুষ্ঠান ছিল। সেখানে তিনি গিয়ে ঠিক করেননি। কারণ, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তদন্তে সত্যতা পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রোগ্রাম করেছে, তারাও জানে। তাদের বোঝা উচিত ছিল, এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু বহিষ্কৃত নেতাকে সঙ্গে নিয়ে প্রোগ্রাম করে তারা পার্টির সিদ্ধান্তকে অমান্য করেছে।’
রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘গতকাল বিকেলে বিএনপির অনুষ্ঠানের বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম আমাদের অবগত করেছেন। তিনি জানিয়েছেন যে আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে—বিষয়টি তিনি জানতেন না।’
আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে