Ajker Patrika

জেলা কমিটি বাতিলের দাবিতে বগুড়ার ১৫ ছাত্রলীগ ইউনিটের দাবি

বগুড়া প্রতিনিধি
জেলা কমিটি বাতিলের দাবিতে বগুড়ার ১৫ ছাত্রলীগ ইউনিটের দাবি

কেন্দ্রীয় কমিটির প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত জেলা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন বগুড়া জেলার ১৫টি ইউনিটের ছাত্র লীগের নেতা-কর্মীরা। আজ শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তাঁরা। সংবাদ সম্মেলনে জেলার ১৫ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপন।

লিখিত বক্তব্যে ওবাইদুল্লাহ সরকার স্বপন বলেন, গত ৭ নভেম্বর কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া জেলা ছাত্রলীগের একটি কমিটি ঘোষণা করে। ত্যাগী ও একনিষ্ঠ কর্মীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি দেখে শুধু ছাত্রলীগের নেতা-কর্মীই নয়, বগুড়ার সাধারণ মানুষও হতবাক হয়েছেন। তাই লাগাতার বিক্ষোভের মাধ্যমে এই কমিটি বাতিলের দাবি জানানো হয়। নেতা-কর্মীদের আন্দোলনের কারণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। এরপর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ দায়িত্ব নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাঁদের কথায় আশ্বস্ত হয়ে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু তাঁরাও সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় পুনরায় বিক্ষোভ শুরু হয় এবং ঘোষিত কমিটিকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয় ৷ শিগশিগরই এই কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠন না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।

বগুড়া জেলায় ১২টি উপজেলাসহ বিভিন্ন কলেজে ছাত্রলীগের ১৯টি ইউনিট রয়েছে। এর মধ্যে আদমদীঘি ও সোনাতলা উপজেলা এবং সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ ও গাবতলী ডিগ্রী কলেজে কোন কমিটি নেই। বাকি ১৫ ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আজ যৌথভাবে এই সংবাদ সম্মেলন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত