আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সড়কে পড়ে যাচ্ছে ভারী যানবাহনের ছাপ। মোটরসাইকেলসহ দুই চাকার যানগুলোতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রাসহ পরিবহন সংশ্লিষ্টরা।
আজ বুধবার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কে পিচ গলতে দেখা গেছে। আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী— বেলা ৩টায় বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকাসহ নওগাঁ-বগুড়া মহাসড়ক, সান্তাহার পৌর শহরের কয়েকটি স্থানে দেখা গেছে, সড়কের পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা, গাড়ির চাকাসহ বিভিন্ন প্লাস্টিক।
কয়েক দিন ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচণ্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ ঘামতে দেখা গেছে। কিন্তু আজ দুপুরে উপজেলার গেটের সামনে ও সান্তাহার ঢাকার রোডসহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে। পিছলে যাচ্ছে মোটরসাইকেলের চাকা।
স্থানীয় বাসিন্দা ও অটোরিকশার চালক ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে যাত্রী নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারে আসার সময় আমার গাড়ির চাকার পাংচার হয়ে যায়। পরে চাকা পরীক্ষা করে দেখি চাকাতে রাস্তার পিচ গলে আটকে আছে।’
স্থানীয় যুবক নেহাল আহম্মেদ বলেন, ‘গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সেই গলে যাওয়া সড়কের ওপর দিয়ে হাঁটতে গেলে জুতা আটকে যাচ্ছে।’
স্থানীয় ও বিভিন্ন পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তাপমাত্রা বাড়ার কারণে সড়কে পিচ গলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
বগুড়ায় প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সড়কে পড়ে যাচ্ছে ভারী যানবাহনের ছাপ। মোটরসাইকেলসহ দুই চাকার যানগুলোতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রাসহ পরিবহন সংশ্লিষ্টরা।
আজ বুধবার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কে পিচ গলতে দেখা গেছে। আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী— বেলা ৩টায় বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকাসহ নওগাঁ-বগুড়া মহাসড়ক, সান্তাহার পৌর শহরের কয়েকটি স্থানে দেখা গেছে, সড়কের পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা, গাড়ির চাকাসহ বিভিন্ন প্লাস্টিক।
কয়েক দিন ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচণ্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ ঘামতে দেখা গেছে। কিন্তু আজ দুপুরে উপজেলার গেটের সামনে ও সান্তাহার ঢাকার রোডসহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে। পিছলে যাচ্ছে মোটরসাইকেলের চাকা।
স্থানীয় বাসিন্দা ও অটোরিকশার চালক ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে যাত্রী নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারে আসার সময় আমার গাড়ির চাকার পাংচার হয়ে যায়। পরে চাকা পরীক্ষা করে দেখি চাকাতে রাস্তার পিচ গলে আটকে আছে।’
স্থানীয় যুবক নেহাল আহম্মেদ বলেন, ‘গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সেই গলে যাওয়া সড়কের ওপর দিয়ে হাঁটতে গেলে জুতা আটকে যাচ্ছে।’
স্থানীয় ও বিভিন্ন পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তাপমাত্রা বাড়ার কারণে সড়কে পিচ গলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
৩ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
৮ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
১৩ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
১৮ মিনিট আগে