আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সড়কে পড়ে যাচ্ছে ভারী যানবাহনের ছাপ। মোটরসাইকেলসহ দুই চাকার যানগুলোতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রাসহ পরিবহন সংশ্লিষ্টরা।
আজ বুধবার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কে পিচ গলতে দেখা গেছে। আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী— বেলা ৩টায় বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকাসহ নওগাঁ-বগুড়া মহাসড়ক, সান্তাহার পৌর শহরের কয়েকটি স্থানে দেখা গেছে, সড়কের পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা, গাড়ির চাকাসহ বিভিন্ন প্লাস্টিক।
কয়েক দিন ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচণ্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ ঘামতে দেখা গেছে। কিন্তু আজ দুপুরে উপজেলার গেটের সামনে ও সান্তাহার ঢাকার রোডসহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে। পিছলে যাচ্ছে মোটরসাইকেলের চাকা।
স্থানীয় বাসিন্দা ও অটোরিকশার চালক ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে যাত্রী নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারে আসার সময় আমার গাড়ির চাকার পাংচার হয়ে যায়। পরে চাকা পরীক্ষা করে দেখি চাকাতে রাস্তার পিচ গলে আটকে আছে।’
স্থানীয় যুবক নেহাল আহম্মেদ বলেন, ‘গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সেই গলে যাওয়া সড়কের ওপর দিয়ে হাঁটতে গেলে জুতা আটকে যাচ্ছে।’
স্থানীয় ও বিভিন্ন পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তাপমাত্রা বাড়ার কারণে সড়কে পিচ গলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
বগুড়ায় প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সড়কে পড়ে যাচ্ছে ভারী যানবাহনের ছাপ। মোটরসাইকেলসহ দুই চাকার যানগুলোতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রাসহ পরিবহন সংশ্লিষ্টরা।
আজ বুধবার আদমদীঘি উপজেলার বিভিন্ন সড়কে পিচ গলতে দেখা গেছে। আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী— বেলা ৩টায় বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকাসহ নওগাঁ-বগুড়া মহাসড়ক, সান্তাহার পৌর শহরের কয়েকটি স্থানে দেখা গেছে, সড়কের পিচ গলে আটকে যাচ্ছে পায়ের জুতা, গাড়ির চাকাসহ বিভিন্ন প্লাস্টিক।
কয়েক দিন ধরে সারা দেশের মতো আদমদীঘিতেও প্রচণ্ড দাবদাহ চলছে। কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন সড়কের কয়েকটি পয়েন্টে সড়কের পিচ ঘামতে দেখা গেছে। কিন্তু আজ দুপুরে উপজেলার গেটের সামনে ও সান্তাহার ঢাকার রোডসহ কয়েকটি স্থানে গরমের তাপে পিচ গলে গেছে। হেঁটে যাওয়ার সময় অনেকের জুতার সোল গলে যাওয়া পিচে আটকে গিয়ে খুলে যাচ্ছে। পিছলে যাচ্ছে মোটরসাইকেলের চাকা।
স্থানীয় বাসিন্দা ও অটোরিকশার চালক ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে যাত্রী নিয়ে আদমদীঘি থেকে সান্তাহারে আসার সময় আমার গাড়ির চাকার পাংচার হয়ে যায়। পরে চাকা পরীক্ষা করে দেখি চাকাতে রাস্তার পিচ গলে আটকে আছে।’
স্থানীয় যুবক নেহাল আহম্মেদ বলেন, ‘গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। সেই গলে যাওয়া সড়কের ওপর দিয়ে হাঁটতে গেলে জুতা আটকে যাচ্ছে।’
স্থানীয় ও বিভিন্ন পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তাপমাত্রা বাড়ার কারণে সড়কে পিচ গলতে থাকলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। আজ শনিবার বেলা ১১টায় শনির আখড়ায় দনিয়া কলেজের সামনে সড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলেই কেবল সড়ক ছাড়বেন বলে দাবি করেছেন তাঁরা।
২ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে মায়ের সামনে শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ির ধাক্কায় তাসমিয়া খাতুন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলার কাজিপুর খন্দকারপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার (১০ মে) রাতে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক মারা গেছেন। আজ শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। রাজেশ কুমার পাল রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের শরৎ কুমার পালের ছেলে।
২১ মিনিট আগে