বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় খুন হওয়া সেই এসএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলামের মোবাইল উদ্ধার করেছে পুলিশ। নিহতের প্রেমিকার ভাই রেজাউল করিমের দেওয়া তথ্যমতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকার একটি ডোবা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।
গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে—নিহত জাহিদুলের প্রেমিকা, প্রেমিকার ভাই রেজাউল করিম (২০), তাদের বাবা মোবারক হোসেন (৪০) এবং খালা মাসুরা বেগমকে (৩০)।
নিহত স্কুলশিক্ষার্থী জাহিদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো নতুন পাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। গত রোববার সকালে কাঁকফোর কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জাহিদুলের পরিবারের দাবি ছিল—প্রেমঘটিত কারণেই তাকে হত্যা করা হয়েছে। পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুনের (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। রিয়ার পরিবারের লোকজন মিলেই তাকে হত্যা করেছে।
বাগাতিপাড়া মডেল থানা-পুলিশ জানায়, নিহতের পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে পুলিশ গতকাল সোমবার ওই কিশোরীকে থানায় নেয়। জিজ্ঞাসাবাদ পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বয়স বিবেচনায় রাজশাহীর সেফ কাস্টডিতে পাঠায়। তার দেওয়া তথ্যমতে কিশোরীর ভাই নাটোর সদরের মোহনপুর এলাকার রেজাউল করিম (২০) ও বাবা মোবারক হোসেন (মোফা) এবং খালা ওই একই এলাকার মাসুরা বেগমকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাই রেজাউলের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আসামি রেজাউল করিমের দেওয়া তথ্যমতে জাহিদুলের ব্যবহার করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তদন্তটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এর বেশি কিছু এখন বলা সম্ভব না।’
প্রসঙ্গত গত রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্কুলশিক্ষার্থী জাহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাহিদুল নাটোর সদরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। সে নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তার নানা সামাদ আলীর বাড়ি থেকে পড়াশোনা করত। গত শনিবার বিকেল ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জাহিদুল।
নাটোরের বাগাতিপাড়ায় খুন হওয়া সেই এসএসসি পরীক্ষার্থী জাহিদুল ইসলামের মোবাইল উদ্ধার করেছে পুলিশ। নিহতের প্রেমিকার ভাই রেজাউল করিমের দেওয়া তথ্যমতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মোহনপুর এলাকার একটি ডোবা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।
গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে—নিহত জাহিদুলের প্রেমিকা, প্রেমিকার ভাই রেজাউল করিম (২০), তাদের বাবা মোবারক হোসেন (৪০) এবং খালা মাসুরা বেগমকে (৩০)।
নিহত স্কুলশিক্ষার্থী জাহিদুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো নতুন পাড়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। গত রোববার সকালে কাঁকফোর কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জাহিদুলের পরিবারের দাবি ছিল—প্রেমঘটিত কারণেই তাকে হত্যা করা হয়েছে। পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুনের (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। রিয়ার পরিবারের লোকজন মিলেই তাকে হত্যা করেছে।
বাগাতিপাড়া মডেল থানা-পুলিশ জানায়, নিহতের পরিবারের অভিযোগকে গুরুত্ব দিয়ে পুলিশ গতকাল সোমবার ওই কিশোরীকে থানায় নেয়। জিজ্ঞাসাবাদ পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বয়স বিবেচনায় রাজশাহীর সেফ কাস্টডিতে পাঠায়। তার দেওয়া তথ্যমতে কিশোরীর ভাই নাটোর সদরের মোহনপুর এলাকার রেজাউল করিম (২০) ও বাবা মোবারক হোসেন (মোফা) এবং খালা ওই একই এলাকার মাসুরা বেগমকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাই রেজাউলের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে ওই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আসামি রেজাউল করিমের দেওয়া তথ্যমতে জাহিদুলের ব্যবহার করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তদন্তটি প্রাথমিক পর্যায়ে রয়েছে এর বেশি কিছু এখন বলা সম্ভব না।’
প্রসঙ্গত গত রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফোর কালারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্কুলশিক্ষার্থী জাহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাহিদুল নাটোর সদরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের শিক্ষার্থী ছিল। সে নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠাবাড়িয়া এলাকায় তার নানা সামাদ আলীর বাড়ি থেকে পড়াশোনা করত। গত শনিবার বিকেল ৩টার দিকে প্রতিবেশী একজনকে জরুরি রক্ত দেওয়ার কথা বলে নানা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জাহিদুল।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে