Ajker Patrika

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি
গাছের ডাল ভেঙে মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নাটোরের রানী ভাবনীর রাজবাড়ি চত্বরে মাথায় বহেরা গাছের ডাল পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে ওই শিশুর মৃত্যু হয়। এর আগে দুপুর ১২টার দিকে ওই ঘটনা ঘটে। 

নিহত রাজু আহমেদ (১২) শহরের বলারিপাড়া এলাকার রাজন আলীর ছেলে এবং পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। রাজু তার এক সহপাঠীর সঙ্গে রাজবাড়িতে বেড়াতে গিয়েছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজু তার এক সহপাঠীর সঙ্গে রাজবাড়িতে যায়। তারা দুজন রাজবাড়ি চত্বরের হানিকুইন ভবন সংলগ্ন উন্মুক্ত মঞ্চ এলাকায় ঘোরাঘুরি করছিল। একপর্যায়ে রাজু একটি খেলনার দোকানের সামনে দাঁড়ালে তার বন্ধু পাশের দোকানের দিকে যায়। হঠাৎ বহেরা গাছের একটি ডাল ভেঙে রাজুর মাথার ওপর পড়ে।

এতে সে রক্তাক্ত ও গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেওয়ার পথে দুপুর ৩টার দিকে সে মারা যায়। 

ঘটনাস্থলের পাশে চটপটি বিক্রেতা আমিনুল বলেন, ‘একদম চোখের পলকে শিশুটির মাথায় ডাল ভেঙে পড়ে। এ সময় সঙ্গে না থাকায় তার বন্ধুটি বেঁচে গেছে।’

নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ আলী বলেন, ‘মাথায় ডাল পড়ায় বেশ রক্তক্ষরণ হয়েছিল। এতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার শঙ্কা ছিল। তাই আমরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে রামেকে ফরোয়ার্ড করি।’

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত