Ajker Patrika

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৫: ১৪
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকায় সমাবেশে নেতা-কর্মীদের আনা-নেওয়ার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব ট্রেন একবার করে চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে। শনিবার সমাবেশ অনুষ্ঠিত হবে।

জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল, ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট-১ আরফিন নাহার এবং রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির পৃথক চিঠিতে ট্রেন বরাদ্দ দেন।

চিঠিগুলোতে বলা হয়, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই দিবাগত রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং ১৯ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহী ফেরার জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

এই ট্রেন মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক ব্যবহার করে পরিচালিত হবে। ট্রেনটি ১৮ জুলাই দিবাগত রাত ১টায় রাজশাহী থেকে ছেড়ে ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে ১৯ জুলাই দিবাগত রাত ৮টায় ঢাকা থেকে ছাড়বে এবং রাত ১টা ১৫ মিনিটে ট্রেনটি আবার রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রাবিরতি করবে।

চিঠিতে আরও বলা হয়, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জ বাজারে পৌঁছাবে ভোর ৩টা ৩০ মিনিটে। এ ছাড়া ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই তিন ট্রেন অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে চলবে।

রাজশাহী-ঢাকা রুটে বরাদ্দ করা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সাধারণত সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায় এবং দুপুর ২টায় ঢাকায় পৌঁছায়। শনিবার এই ট্রেনের সাপ্তাহিক ছুটি। তবে ছুটি বাতিল করে ট্রেনটি চালানো হবে। রাতে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকালে।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, ‘আমরা গতকাল ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য হিসেবে প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা পরিশোধ করে রশিদ নিয়েছি। ১৪ বগির এই ট্রেনের পুরোটিতেই আমাদের নেতা-কর্মীরা থাকবেন।’

তিনি জানান, বিভিন্ন উপজেলা থেকেও ৭ থেকে ১০টি করে বাস নেতা-কর্মীদের নিয়ে যাবে। এ ছাড়া যাদের ঢাকায় কোনো কাজ আছে, তারা সেরে নেওয়ার জন্য দুই দিন ধরেই ঢাকায় যাচ্ছেন। শুক্রবার সকালেও অনেকে গেছেন। সমাবেশ সফল করতে রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ হাজার নেতা-কর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত