Ajker Patrika

রাজবাড়ীতে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২২: ০৫
রাজবাড়ীতে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

রাজবাড়ীতে নানা আয়োজনে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা প্রেসক্লাব থেকে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

আজকের পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি শামিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘হাঁটি হাঁটি পা পা করে আজকের পত্রিকা দুই বছর পেরিয়ে তিনে পা রেখেছে। পত্রিকাটি অল্প দিনেই পাঠকপ্রিয় হয়ে উঠেছে। পত্রিকাটি মুক্তিযুদ্ধের কথা বলবে, সমানে অনিয়ম-দুনীতির বিরুদ্ধে কথা বলবে—এটা প্রত‍্যাশা রাখি।’

উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি করিম ইসহাক, সহসভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক শৌমিত্র শীল চন্দন, কোষাধ্যক্ষ সুমন বিশ্বাস, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, আমাদের রাজবাড়ী পত্রিকার সম্পাদক ফকির জাহিদুল ইসলাম রুমন, আজকের পত্রিকার পাংশা প্রতিনিধি শামীম হোসেন, আজকের পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি অনিক শিকদার, রাইজিং বিডি ডটকমের জেলা সংবাদদাতা রবিউল আওয়াল, ঢাকা ওয়েভের জেলা প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ক্রিকেটে বিরল ঘটনা, ট্রফি ছাড়াই ভারতের উদ্‌যাপন

কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু

ঘুষ-দুর্নীতির অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে, অপবাদে কেঁদেছেন কর্মচারীও

মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়েছিলেন হান্নান মাসউদ, সেই রাব্বি ফের চাঁদাবাজির অভিযোগে আটক‎

মিশিগানের গির্জায় হামলাকারী ইরাক যুদ্ধের সৈনিক, অর্থসংকটে হাতও পেতেছিলেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত