Ajker Patrika

দীর্ঘদিন আবর্জনায় বন্ধ নালা, হালকা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
দীর্ঘদিন আবর্জনায় বন্ধ নালা, হালকা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক

রাজবাড়ীর পাংশায় হালকা বৃষ্টিতে তলিয়ে গেছে পৌর শহরের প্রধান সড়ক। দীর্ঘদিন যাবৎ ময়লা আবর্জনায় ড্রেনেজ পূর্ণ হওয়ায় বৃষ্টিতে তলিয়ে যায় এই সড়ক। এতে চরম ভোগান্তিতে রয়েছে সড়কের দুই পাড়ের ব্যবসায়ীরা। আজ শুক্রবার পাংশা পৌর শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি মোড়ে থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কটি হালকা বৃষ্টিতেই তলিয়ে গেছে। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কটি দুই পাশ দিয়েই ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। তবুও বৃষ্টি হলেই এই সড়কে পানি জমে থাকে। ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা ঢুকে অনেকে আগেই অকেজো হয়ে পড়েছে ড্রেন। এ পর্যন্ত পৌর কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। 

এ সময় তলিয়ে যাওয়া সবুজ খান নামের এক ফার্মেসি ব্যবসায়ী বলেন, ‘এই সমস্যা দীর্ঘদিনের। সড়কের ওপর দিয়ে প্রতিনিয়ত বসে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। তাদের ফেলা ময়লা আবর্জনায় ড্রেন ভরাট হয়ে গেছে। এ জন্য ড্রেন দিয়ে দ্রুত পানি যায় না।’ 

এ ছাড়াও অন্যান্য ব্যবসায়ীরা জানান, কালীবাড়ি মোড় থেকে থেকে লতিফ ভবন পর্যন্ত এই সড়কের ওপর ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা আপেল, কুমড়া, মালটা, পেয়ারাসহ বিভিন্ন ফল বিক্রি করে। তারা প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলতেই থাকে। তাদের ফেলা ময়লা আবর্জনায় দ্রুত পানি গড়াতে পারে না। তাই পানি জমে থাকে। 

এ বিষয়ে পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডলের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। 

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন, ‘ফুটপাত ব্যবসায়ীরা সম্পূর্ণ অবৈধভাবে এই সড়কে বসে। আমরা ইতিপূর্বে অনেকবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের জরিমানা করেছি এবং সড়কে যেন তারা কোনো ব্যবসা না করে সে জন্য জোরালোভাবে তাদের বলা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে যেন ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারে সে বিষয়ে পৌর মেয়রকে বলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত