রাজবাড়ী প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুপুরে সাবেক এমপি কাজী কেরামত আলীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে বিচারক তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আব্দুর রাজ্জাক আরও বলেন, গত ৬ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পর দিন রাজবাড়ীর আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি এই মামলায় জেলা কারাগারে আছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বড়পুল মোড়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় ৩০ আগস্ট ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকেও আসামি করা হয়। রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুপুরে সাবেক এমপি কাজী কেরামত আলীকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে বিচারক তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আব্দুর রাজ্জাক আরও বলেন, গত ৬ এপ্রিল রাতে রাজধানীর মহাখালী থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পর দিন রাজবাড়ীর আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে তিনি এই মামলায় জেলা কারাগারে আছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বড়পুল মোড়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় ৩০ আগস্ট ১৭০ জনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকেও আসামি করা হয়। রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন।
গাজীপুরের শ্রীপুরে রাস নামে এক রিসোর্টে শুটিংয়ে এসে এক মডেল অভিনেত্রী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
৫ মিনিট আগেটাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
৮ মিনিট আগেহবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণ এবং গ্যাসকূপসংলগ্ন এলাকার মানুষের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নবীগঞ্জ-বাহুবল মৈত্রী সংঘ ও গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যো
১৭ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম কাজী গ্রামে ১৪ বছর বয়সী শিশু মো. মনিরুজ্জামান মনির। জন্মের পর থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না সে। শুয়ে থাকাই তার নিয়তি। বসতে বা দাঁড়াতে পারে না, বলতে পারে না কথা। এমনকি প্রস্রাব-পায়খানা হলেও তা বুঝতে পারে না। খাওয়াতেও হয় তুলে। ছেলের...
১৯ মিনিট আগে