গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ডুবো চরে আটকা পড়া ফেরি ৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে পাটুরিয়া থেকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা ফেরি খানজাহান আলী ডুবোচরে আটকা পড়ে। পরে ফেরিটিকে দীর্ঘ ৪ ঘণ্টা পর রাত ৯টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘আইটি ৯৪’ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
ফেরিতে আটকা পড়া যাত্রী মো. আবুল হোসেন বলেন, ‘প্রায় ৪ ঘণ্টা ডুবোচরে ফেরির মধ্যে আটকে ছিলাম। মহিলা ও শিশুরা ভয়ে কান্নাকাটি করছিল। আমরা আতঙ্কে ছিলাম কী থেকে কী হয়ে যায়। উদ্ধারকারী জাহাজ আসার পর একটু স্বস্তি পাই, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও যখন উদ্ধার করতে পারছিল না, তখন আবার ভয় পাই। পরে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর ফেরিটি উদ্ধার হয়।’
খানজাহান আলী ফেরিতে থাকা ডিম বিক্রেতা লাল্টু ফকির জানান, ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে ৫টার দিকে ছেড়ে এসে পদ্মা ও যমুনা নদীর মিলন স্থলে ডুবোচরে আটকা যায়। আমাদের পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে ভয় না পেলেও ফেরিতে থাকা বাসের যাত্রী ও শিশুরা ভয়ে কান্না করতে থাকে। আমি চেষ্টা করেছি কিছু লোককে সাহস জোগাতে। পরে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলে সবাই সাহস পায়।
লাল্টু ফকির আরও বলেন, খানজাহান আলী ফেরিটি অন্য সব ফেরি তুলনায় কম শক্তিশালী। এই ফেরিটি স্বাভাবিকের তুলনায় পারাপার হতে বেশি সময় নেয়। এখন পানি কমতে শুরু করেছে। যার কারণে এমন ডুবোচরের সৃষ্টি হবে। কর্তৃপক্ষ প্রতিনিয়ত পানি মাপার পাশাপাশি নজরদারি বাড়িয়ে দিলে এমন ঘটনা আর ঘটবে না।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম ডুবোচরে ফেরি আটকা পড়ার তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর পানি কমে যাওয়ায় নদীর মাঝে ডুবোচরের সৃষ্টি হয়েছে। ডুবোচরটি ফেরির মাস্টার দেখতে না পাওয়ার কারণে ফেরিটি সেখানে আটকা পড়ে। খবর পাওয়া মাত্রই ফেরিটিকে উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ আইটি ৯৪-কে ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় ফেরিটি উদ্ধার হয়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ডুবো চরে আটকা পড়া ফেরি ৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। আজ রোববার বিকেল ৫টার দিকে পাটুরিয়া থেকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা ফেরি খানজাহান আলী ডুবোচরে আটকা পড়ে। পরে ফেরিটিকে দীর্ঘ ৪ ঘণ্টা পর রাত ৯টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘আইটি ৯৪’ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
ফেরিতে আটকা পড়া যাত্রী মো. আবুল হোসেন বলেন, ‘প্রায় ৪ ঘণ্টা ডুবোচরে ফেরির মধ্যে আটকে ছিলাম। মহিলা ও শিশুরা ভয়ে কান্নাকাটি করছিল। আমরা আতঙ্কে ছিলাম কী থেকে কী হয়ে যায়। উদ্ধারকারী জাহাজ আসার পর একটু স্বস্তি পাই, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও যখন উদ্ধার করতে পারছিল না, তখন আবার ভয় পাই। পরে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর ফেরিটি উদ্ধার হয়।’
খানজাহান আলী ফেরিতে থাকা ডিম বিক্রেতা লাল্টু ফকির জানান, ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে ৫টার দিকে ছেড়ে এসে পদ্মা ও যমুনা নদীর মিলন স্থলে ডুবোচরে আটকা যায়। আমাদের পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে ভয় না পেলেও ফেরিতে থাকা বাসের যাত্রী ও শিশুরা ভয়ে কান্না করতে থাকে। আমি চেষ্টা করেছি কিছু লোককে সাহস জোগাতে। পরে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলে সবাই সাহস পায়।
লাল্টু ফকির আরও বলেন, খানজাহান আলী ফেরিটি অন্য সব ফেরি তুলনায় কম শক্তিশালী। এই ফেরিটি স্বাভাবিকের তুলনায় পারাপার হতে বেশি সময় নেয়। এখন পানি কমতে শুরু করেছে। যার কারণে এমন ডুবোচরের সৃষ্টি হবে। কর্তৃপক্ষ প্রতিনিয়ত পানি মাপার পাশাপাশি নজরদারি বাড়িয়ে দিলে এমন ঘটনা আর ঘটবে না।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম ডুবোচরে ফেরি আটকা পড়ার তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর পানি কমে যাওয়ায় নদীর মাঝে ডুবোচরের সৃষ্টি হয়েছে। ডুবোচরটি ফেরির মাস্টার দেখতে না পাওয়ার কারণে ফেরিটি সেখানে আটকা পড়ে। খবর পাওয়া মাত্রই ফেরিটিকে উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ আইটি ৯৪-কে ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ ৪ ঘণ্টার চেষ্টায় ফেরিটি উদ্ধার হয়।
জানা গেছে, ধর্ষণবিরোধী আন্দোলনের জেরে জারি করা ১৪৪ ধারা বহাল থাকলেও বেলা ১১টার দিকে অবরোধকারীরা উপজেলার খাদ্যগুদামের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় দোকানপাটে অগ্নিসংযোগও করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও সশস্ত্র...
২ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ছয়জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রমাণস্বরূপ বিষধর সাপও নিয়ে হাসপাতালে চলে আসেন।
৫ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরে ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ও বোয়ালীর মাঝামাঝি নাওটানা কুরেরপাড় হাওরে এ ডাকাতির ঘটনা ঘটে।
৬ মিনিট আগেরাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রামসংলগ্ন পদ্মা নদীতে হরনে সাহা (৬৫) নামের একজনের মরদেহ ভাসতে দেখা যায়। এ ছাড়া বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতিসংলগ্ন নদী থেকে দিলীপ (৩২) নামের আরেকজনের মরদেহ পাও
২৯ মিনিট আগে