দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ট্রাকভর্তি ৩০ লাখের বেশি গলদা রেণু অবৈধভাবে অন্যত্র পাঠানোর সময় সেগুলো আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেণুগুলো উদ্ধার করে নদীতে অবমুক্ত করে এবং ট্রাকটি থানায় নিয়ে যায়।
আজ সোমবার উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ঘাট থেকে গোপনে খুলনা ও বাগেরহাটে রেণু পাঠানো হচ্ছিল।
ব্যবসায়ীরা জানান, এলাকাবাসী ট্রাকসহ ৫২ ড্রাম গলদা রেণু আটক করার পর গাড়ি ছাড়িয়ে দেওয়ার কথা বলে ছাত্রদল নেতা রাজীব এক ব্যবসায়ীর কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা নিয়েছেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিল আহমেদ রিডেনও এই চক্রে জড়িত বলে অভিযোগ ব্যবসায়ীদের।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা রাজীব বলেন, ‘অবৈধ গলদা রেণুর গাড়ি আটকানোর কথা শুনে আমি ঘাটে যাই। গলদা রেণুর ব্যবসায়ী বেলাল আমাকে গাড়ি ছাড়িয়ে দেওয়ার কথা বলে আমার বিকাশ নাম্বারে ১৩ হাজার ৫০০ টাকা পাঠায়। আমি তার কাছে টাকা চাইনি; কী কারণে টাকা দিয়েছে, জানি না।’
গলদা রেণু ব্যবসায়ী সোহেল বলেন, ‘রাজীব ভাইয়ের কথামতো আমি বিকাশে টাকা পাঠাই। পরে শুনি রেণুগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে।’
তবে যুবদল নেতা ইয়াসিন আলী খান এবং ছাত্রদল নেতা কাজী তানজিল আহমেদ রিডেন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, রেণু পাচারের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম বলেন, ‘সকাল ৯টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রাকভর্তি ৫২ ড্রাম গলদা রেণু জব্দ করি। জনসমক্ষে রেণুগুলো তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে মুচলেকা নিয়ে ট্রাক ছেড়ে দেওয়া হয়।’
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ট্রাকভর্তি ৩০ লাখের বেশি গলদা রেণু অবৈধভাবে অন্যত্র পাঠানোর সময় সেগুলো আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেণুগুলো উদ্ধার করে নদীতে অবমুক্ত করে এবং ট্রাকটি থানায় নিয়ে যায়।
আজ সোমবার উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ঘাট থেকে গোপনে খুলনা ও বাগেরহাটে রেণু পাঠানো হচ্ছিল।
ব্যবসায়ীরা জানান, এলাকাবাসী ট্রাকসহ ৫২ ড্রাম গলদা রেণু আটক করার পর গাড়ি ছাড়িয়ে দেওয়ার কথা বলে ছাত্রদল নেতা রাজীব এক ব্যবসায়ীর কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা নিয়েছেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিল আহমেদ রিডেনও এই চক্রে জড়িত বলে অভিযোগ ব্যবসায়ীদের।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা রাজীব বলেন, ‘অবৈধ গলদা রেণুর গাড়ি আটকানোর কথা শুনে আমি ঘাটে যাই। গলদা রেণুর ব্যবসায়ী বেলাল আমাকে গাড়ি ছাড়িয়ে দেওয়ার কথা বলে আমার বিকাশ নাম্বারে ১৩ হাজার ৫০০ টাকা পাঠায়। আমি তার কাছে টাকা চাইনি; কী কারণে টাকা দিয়েছে, জানি না।’
গলদা রেণু ব্যবসায়ী সোহেল বলেন, ‘রাজীব ভাইয়ের কথামতো আমি বিকাশে টাকা পাঠাই। পরে শুনি রেণুগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে।’
তবে যুবদল নেতা ইয়াসিন আলী খান এবং ছাত্রদল নেতা কাজী তানজিল আহমেদ রিডেন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, রেণু পাচারের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম বলেন, ‘সকাল ৯টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রাকভর্তি ৫২ ড্রাম গলদা রেণু জব্দ করি। জনসমক্ষে রেণুগুলো তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে মুচলেকা নিয়ে ট্রাক ছেড়ে দেওয়া হয়।’
চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ মানেই সুস্বাদু। যে কারণে দেশজুড়ে এখানকার ইলিশের চাহিদা বেশি। তবে এ বছর ভরা মৌসুমে ইলিশের দাম কমেনি। মৌসুমের শেষের দিকেও ইলিশের বাজার খুবই চড়া।
৩ মিনিট আগেরাজধানীর মহাখালী আমতলীতে একটি পেট্রল পাম্পে বিস্ফোরণে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মহাখালী আমতলি গুলশান পেট্রল পাম্পে এই দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত কোম্পানির চত্বরে এ বিক্ষোভ মিছিল হয়। প্রায় ৯০০ শ্রমিক এতে অংশ নেন।
২৮ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২৯ মিনিট আগে