পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপার একটি আবাসিক মাদ্রাসায় মারা যাওয়া আট বছরের এক শিশুর ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আজ রোববার বেলা ৩টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা ভিকটিমের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।
এর আগে গতকাল শনিবার ভোরে মৃত অবস্থায় ওই শিশুটিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন নূরে মদিনা মডেল মহিলা আবাসিক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান।
পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা বলেন, আজ বেলা ৩টার দিকে আট বছরের মৃত এক কন্যাশিশুর ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
সুরতহাল প্রস্তুতকারক গলাচিপা থানা-পুলিশের উপপুলিশ পরির্দশক মো. আলতাফ হোসেন বলেন, ‘গতকাল শনিবার সকালে গলাচিপা হাসপাতাল থেকে মৃত এক শিশুর মরদেহ উদ্ধার করি। তারপর শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
মাদ্রাসার এক শিক্ষক মাসুদুর রহমান পুলিশের কাছে দাবি করেন, শিশুটি সাপের কামড়ে মারা গেছে।
এর আগে গতকাল বিকেলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. নোমান পারভেজ জানান, গতকাল ভোররাত ৫টার দিকে মাসুদুর রহমান নামের এক মাদ্রাসার শিক্ষকসহ কয়েকজন শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এ সময় ভিকটিমের সঙ্গে বাবা-মা ও স্বজন না থাকায় সন্দেহের সৃষ্টি হয়। তখন শিক্ষক মাসুদুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন, শিশুটি রাতের খাবার খেয়ে সহপাঠীদের সঙ্গে ঘুমাতে যায়। এরপর ভোররাতে শিশুটি নড়াচড়া না করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, গলাচিপা উপজেলা হাসপাতাল ও ভুক্তভোগী পরিবারের কল পেয়ে গতকাল সকালে হাসপাতাল থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার দিন গতকাল ভুক্তভোগীর বাবার সঙ্গে একান্ত কথা বলেছি। তিনি এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।
পটুয়াখালীর গলাচিপার একটি আবাসিক মাদ্রাসায় মারা যাওয়া আট বছরের এক শিশুর ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আজ রোববার বেলা ৩টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা ভিকটিমের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।
এর আগে গতকাল শনিবার ভোরে মৃত অবস্থায় ওই শিশুটিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন নূরে মদিনা মডেল মহিলা আবাসিক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান।
পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা বলেন, আজ বেলা ৩টার দিকে আট বছরের মৃত এক কন্যাশিশুর ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
সুরতহাল প্রস্তুতকারক গলাচিপা থানা-পুলিশের উপপুলিশ পরির্দশক মো. আলতাফ হোসেন বলেন, ‘গতকাল শনিবার সকালে গলাচিপা হাসপাতাল থেকে মৃত এক শিশুর মরদেহ উদ্ধার করি। তারপর শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
মাদ্রাসার এক শিক্ষক মাসুদুর রহমান পুলিশের কাছে দাবি করেন, শিশুটি সাপের কামড়ে মারা গেছে।
এর আগে গতকাল বিকেলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. নোমান পারভেজ জানান, গতকাল ভোররাত ৫টার দিকে মাসুদুর রহমান নামের এক মাদ্রাসার শিক্ষকসহ কয়েকজন শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এ সময় ভিকটিমের সঙ্গে বাবা-মা ও স্বজন না থাকায় সন্দেহের সৃষ্টি হয়। তখন শিক্ষক মাসুদুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন, শিশুটি রাতের খাবার খেয়ে সহপাঠীদের সঙ্গে ঘুমাতে যায়। এরপর ভোররাতে শিশুটি নড়াচড়া না করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, গলাচিপা উপজেলা হাসপাতাল ও ভুক্তভোগী পরিবারের কল পেয়ে গতকাল সকালে হাসপাতাল থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার দিন গতকাল ভুক্তভোগীর বাবার সঙ্গে একান্ত কথা বলেছি। তিনি এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।
কক্সবাজারের চকরিয়া পৌর শহরে সড়ক থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী ব্রিজের অ্যাপ্রোচ সড়ক থেকে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
২ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলায় এক যুবদল নেতা তাঁর লোকজন নিয়ে সাড়ে পাঁচ একর আমন ধানের জমিতে তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেযশোরের মনিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই সভা চলে। এদিকে হাসপাতালের বহির্বিভাগে সকাল থেকে দুপুর পর্যন্ত দূরদূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসাসেবা না পেয়ে ভোগান্তিতে
১৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ছবি ব্যবহার করে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে মনগড়া তথ্য দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনওর পক্ষে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
২০ মিনিট আগে