কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বিসমিল্লাহ-১ নামের একটি ট্রলারে কয়েকজন জেলে বঙ্গোপসাগরে গিয়েছিলেন মাছ শিকারে। চার দিন বাদেই ট্রলারটি ফিরেছে ১৯৫ মণ ইলিশ নিয়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারটি পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরে। শুক্রবার (১০ জানুয়ারি) নিলামে ৪০ লক্ষাধিক টাকায় বিক্রি করা হয় ইলিশগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, এফবি বিসমিল্লাহ-১ নামের ট্রলারটি ৬ জানুয়ারি আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। প্রথম দুই দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেললেও হতাশ হন জেলেরা।
গত মঙ্গল ও বুধবার কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে প্রায় ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিশ নামের আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে ৪০ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়।
আলীপুর মেসার্স ফাইভ স্টার ফিশ আড়তের ম্যানেজার রাব্বি জানান, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার এবং ছোটগুলো প্রতি মণ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।
ট্রলারের মাঝি এখলাস গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে যাই। কক্সবাজারসংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছি। বর্তমানে সমুদ্রে মাছ ধরা পড়েছে না। এর মধ্যেও মহান আল্লাহ মাছগুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ্।’
এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।’
আলীপুর মেসার্স ফাইভ স্টার ফিশ মৎস্য আড়তের ম্যানেজার রাব্বি জানান, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৫৪ হাজার টাকা বিক্রি হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে।
বিসমিল্লাহ-১ নামের একটি ট্রলারে কয়েকজন জেলে বঙ্গোপসাগরে গিয়েছিলেন মাছ শিকারে। চার দিন বাদেই ট্রলারটি ফিরেছে ১৯৫ মণ ইলিশ নিয়ে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারটি পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ফেরে। শুক্রবার (১০ জানুয়ারি) নিলামে ৪০ লক্ষাধিক টাকায় বিক্রি করা হয় ইলিশগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, এফবি বিসমিল্লাহ-১ নামের ট্রলারটি ৬ জানুয়ারি আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। প্রথম দুই দিন সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেললেও হতাশ হন জেলেরা।
গত মঙ্গল ও বুধবার কুয়াকাটা থেকে পূর্ব-দক্ষিণ দিকে প্রায় ৯০ কিলোমিটার গভীর সমুদ্রে মাছগুলো ধরা পড়ে। পরে মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স ফাইভ স্টার ফিশ নামের আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে ৪০ লাখ ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়।
আলীপুর মেসার্স ফাইভ স্টার ফিশ আড়তের ম্যানেজার রাব্বি জানান, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার এবং ছোটগুলো প্রতি মণ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়।
ট্রলারের মাঝি এখলাস গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার আলীপুর ঘাট থেকে ১৭ জন জেলে সমুদ্রে যাই। কক্সবাজারসংলগ্ন গভীর সমুদ্রে জাল ফেলে মাছগুলো পেয়েছি। বর্তমানে সমুদ্রে মাছ ধরা পড়েছে না। এর মধ্যেও মহান আল্লাহ মাছগুলো দিয়েছেন। আলহামদুলিল্লাহ্।’
এফবি বিসমিল্লাহ-১ ট্রলারের মালিক খলিলুর রহমান খান আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।’
আলীপুর মেসার্স ফাইভ স্টার ফিশ মৎস্য আড়তের ম্যানেজার রাব্বি জানান, ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৪০ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ২৫ হাজার এবং ছোট সাইজের প্রতি মণ মাছ ১৫ হাজার টাকা দরে বিক্রি করা হয়েছে। অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ৫৪ হাজার টাকা বিক্রি হয়েছে। সব মিলিয়ে ৪০ লাখ ১৪ হাজার টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএসবিআরএম স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের (এমবিয়েন্ট স্টিল বিডি) শ্রমিকেরা।
১৩ মিনিট আগেহবিগঞ্জের আজমিরীগঞ্জে ৪০ টাকা পাওনা নিয়ে শিশুদের ঝগড়া থেকে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
২০ মিনিট আগেপটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজা পুলিশ বক্স-সংলগ্ন সড়কের পাশ থেকে সজল কর্মকার (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
২৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আরও দুই সাবেক সমন্বয়ক ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন একটি প্যানেল ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম এই প্যানেল ঘোষণা করেন।
৩৬ মিনিট আগে