পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পালিয়ে গেছেন ৯-১০ জন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে হাইড্রোলিক কাটার, কাটিং প্লায়ার্স ও চাকু জব্দ করে বিজিবি।
আজ শনিবার বিকেলে ৪ জনসহ অজ্ঞাতনামা ৯–১০ জনের বিরুদ্ধে বিজিবি তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করে। ওই মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৫০), আব্দুর রহিমের ছেলে ফরিদ (২৮), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ আলী (৩২) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (৩২)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আজ ভোরে তেঁতুলিয়া উপজেলার কানাকাটা সীমান্তে টহল দেওয়ার সময় শারিয়ালজোত বিওপির সদস্যরা সীমান্তে গুলির শব্দ শুনতে পান। পরে সীমান্তের বেরং নদীসংলগ্ন কানকাটা এলাকার ৪৩৭/৫ পিলার থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছানো মাত্রই তাঁরা দেখতে পান ১৩–১৪ জন কাঁটাতারের দিক থেকে দৌড়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন।
এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা পালিয়ে যান। তাঁদের কাছে একটি হাইড্রোলিক কাটার, দুটি কাটিং প্লায়ার্স ও একটি চাকু জব্দ করা হয়।
বিজিবির জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন তাঁরা। বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁরা পালিয়ে আসেন। চোরাচালানের উদ্দেশ্যে তাঁরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী বলেন, বিজিবি সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পালিয়ে গেছেন ৯-১০ জন। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছে থেকে হাইড্রোলিক কাটার, কাটিং প্লায়ার্স ও চাকু জব্দ করে বিজিবি।
আজ শনিবার বিকেলে ৪ জনসহ অজ্ঞাতনামা ৯–১০ জনের বিরুদ্ধে বিজিবি তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা করে। ওই মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৫০), আব্দুর রহিমের ছেলে ফরিদ (২৮), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ আলী (৩২) এবং একই এলাকার আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (৩২)।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আজ ভোরে তেঁতুলিয়া উপজেলার কানাকাটা সীমান্তে টহল দেওয়ার সময় শারিয়ালজোত বিওপির সদস্যরা সীমান্তে গুলির শব্দ শুনতে পান। পরে সীমান্তের বেরং নদীসংলগ্ন কানকাটা এলাকার ৪৩৭/৫ পিলার থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছানো মাত্রই তাঁরা দেখতে পান ১৩–১৪ জন কাঁটাতারের দিক থেকে দৌড়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছেন।
এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা পালিয়ে যান। তাঁদের কাছে একটি হাইড্রোলিক কাটার, দুটি কাটিং প্লায়ার্স ও একটি চাকু জব্দ করা হয়।
বিজিবির জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন তাঁরা। বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁরা পালিয়ে আসেন। চোরাচালানের উদ্দেশ্যে তাঁরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী বলেন, বিজিবি সীমান্ত থেকে চারজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি ছিল। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
৫ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক ভাই ও তাদের চাচা। রোববার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আজ রোববার একটি মামলা দায়ের করেছেন।
১ ঘণ্টা আগেনন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনশন কর্মসূচিতে আনুমানিক ১৫ থেকে ২০ জন শিক্ষক রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।
১ ঘণ্টা আগে