পঞ্চগড় প্রতিনিধি
বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষক বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ৪৭ নম্বর সোনাপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এব্যাপারে বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো. শের আলী পঞ্চগড়ের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে প্রধান শিক্ষকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা উল্লেখ করে পৃথক পৃথক লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম গাজি বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমানের সহায়তায় সভাপতির স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক আটোয়ারী শাখা হতে ছয়টি চেকের মাধ্যমে ১ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মুসফিকুল আলম হালিমের সঙ্গে কথা বললে তিনি জানান, এসএমসির সভাপতির স্বাক্ষরিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোবারক আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছাইফুল আলমের সঙ্গে কথা বললে তিনি জানান, এ সম্পর্কিত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় সমূহের অনুকূলে বিভিন্ন ফান্ডে সরকারি অনুদান প্রাপ্ত হয়। ওই অনুদানের টাকা আমরা স্ব-স্ব বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই। পরবর্তীতে বিদ্যালয়ের দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করে এসএমসির সভায় উপস্থাপন করে সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা ওঠানোর নিয়ম রয়েছে।
প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম গাজির সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দিয়ে মোবাইল ফোনটি বন্ধ রাখেন।
বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমান জানান, প্রধান শিক্ষক আমাকে চেক দিয়েছে আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে প্রধান শিক্ষক স্যারকে দিয়েছি। জাল স্বাক্ষরের ব্যাপারে আমি কিছু জানি না।
এদিকে বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো. শের আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ দিন বিদ্যালয় বন্ধ থাকার কারণে এসএমসির কোনো রকম মাসিক সভা না করে এমনকি কমিটির কোনো সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমানের সহায়তায় আমার স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক, আটোয়ারী শাখায় সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে পরিচালিত সঞ্চয়ী হিসাব নম্বর-১৯০২১০০০০০৮২৪২ হতে বিভিন্ন সময় ছয়টি চেকের মাধ্যমে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেছেন। এব্যাপারে কমিটির কোনো সদস্য অবগত নেই।
বিদ্যালয় ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষক বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ৪৭ নম্বর সোনাপাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এব্যাপারে বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো. শের আলী পঞ্চগড়ের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে প্রধান শিক্ষকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা উল্লেখ করে পৃথক পৃথক লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম গাজি বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমানের সহায়তায় সভাপতির স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক আটোয়ারী শাখা হতে ছয়টি চেকের মাধ্যমে ১ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মুসফিকুল আলম হালিমের সঙ্গে কথা বললে তিনি জানান, এসএমসির সভাপতির স্বাক্ষরিত অভিযোগ পেয়েছি। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোবারক আলীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ছাইফুল আলমের সঙ্গে কথা বললে তিনি জানান, এ সম্পর্কিত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় সমূহের অনুকূলে বিভিন্ন ফান্ডে সরকারি অনুদান প্রাপ্ত হয়। ওই অনুদানের টাকা আমরা স্ব-স্ব বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই। পরবর্তীতে বিদ্যালয়ের দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করে এসএমসির সভায় উপস্থাপন করে সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা ওঠানোর নিয়ম রয়েছে।
প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম গাজির সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দিয়ে মোবাইল ফোনটি বন্ধ রাখেন।
বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমান জানান, প্রধান শিক্ষক আমাকে চেক দিয়েছে আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে প্রধান শিক্ষক স্যারকে দিয়েছি। জাল স্বাক্ষরের ব্যাপারে আমি কিছু জানি না।
এদিকে বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো. শের আলীর সঙ্গে কথা বললে তিনি জানান, কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ দিন বিদ্যালয় বন্ধ থাকার কারণে এসএমসির কোনো রকম মাসিক সভা না করে এমনকি কমিটির কোনো সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী মো. আফতাবর রহমানের সহায়তায় আমার স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক, আটোয়ারী শাখায় সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে পরিচালিত সঞ্চয়ী হিসাব নম্বর-১৯০২১০০০০০৮২৪২ হতে বিভিন্ন সময় ছয়টি চেকের মাধ্যমে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেছেন। এব্যাপারে কমিটির কোনো সদস্য অবগত নেই।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি চা-বাগানের নালা থেকে রামবচন গোয়ালা নামের এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
৮ মিনিট আগেঘটনা সম্পর্কে জামাল মার্কেটের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, মদিনা রেস্টুরেন্টে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। হোটেলমালিককে কয়েক দফা নিষেধ করা হলেও অনিরাপদভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডারের চুলা বসিয়ে রান্নার কাজ করা হতো। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহায়তায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে...
১৮ মিনিট আগেজানা গেছে, ধর্ষণবিরোধী আন্দোলনের জেরে জারি করা ১৪৪ ধারা বহাল থাকলেও বেলা ১১টার দিকে অবরোধকারীরা উপজেলার খাদ্যগুদামের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় দোকানপাটে অগ্নিসংযোগও করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও সশস্ত্র...
২৫ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ছয়জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রমাণস্বরূপ বিষধর সাপও নিয়ে হাসপাতালে চলে আসেন।
২৮ মিনিট আগে