পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। মরদেহের সুরতহালে তাঁর দুই পায়ে গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। যদিও বিজিবি ও বিএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের সময় সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে বাড়িতে আনা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হাঁড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম জানান, এটা স্পষ্ট যে রাজুর মৃত্যু বিএসএফের গুলিতে হয়েছে। কিন্তু বিজিবি ও তাঁর পরিবার বিষয়টি লুকানোর চেষ্টা করছে। তাঁর দুই পায়ে গুলির স্পষ্ট ক্ষত থাকা সত্ত্বেও তাঁরা দাবি করছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, ‘নিশ্চিতভাবে বলা যায়, ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
অপরদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘গতকাল শনিবার রাতে ওই সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বিষয়টি অস্বীকার করেছে। গুলির শব্দ সাধারণত অনেক দূর পর্যন্ত শোনা যায়। আমাদের মোতায়েন থাকা দুটি দলও কোনো গুলির শব্দ শোনেনি। এ ছাড়া নিহত যুবকের পরিবারের পক্ষ থেকেও জানা গেছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। যদিও তাঁর পায়ে ক্ষতের কথা বলা হয়েছে, তবে তারা ক্ষতের প্রকৃতি সম্পর্কে কিছু বলেননি।’
পঞ্চগড় সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। মরদেহের সুরতহালে তাঁর দুই পায়ে গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বিএসএফের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। যদিও বিজিবি ও বিএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের সময় সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে বাড়িতে আনা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হাঁড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম জানান, এটা স্পষ্ট যে রাজুর মৃত্যু বিএসএফের গুলিতে হয়েছে। কিন্তু বিজিবি ও তাঁর পরিবার বিষয়টি লুকানোর চেষ্টা করছে। তাঁর দুই পায়ে গুলির স্পষ্ট ক্ষত থাকা সত্ত্বেও তাঁরা দাবি করছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, ‘নিশ্চিতভাবে বলা যায়, ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমরা তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
অপরদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘গতকাল শনিবার রাতে ওই সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি, তারা বিষয়টি অস্বীকার করেছে। গুলির শব্দ সাধারণত অনেক দূর পর্যন্ত শোনা যায়। আমাদের মোতায়েন থাকা দুটি দলও কোনো গুলির শব্দ শোনেনি। এ ছাড়া নিহত যুবকের পরিবারের পক্ষ থেকেও জানা গেছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। যদিও তাঁর পায়ে ক্ষতের কথা বলা হয়েছে, তবে তারা ক্ষতের প্রকৃতি সম্পর্কে কিছু বলেননি।’
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক ভাই ও তাদের চাচা। রোববার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আজ রোববার একটি মামলা দায়ের করেছেন।
১ ঘণ্টা আগেনন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনশন কর্মসূচিতে আনুমানিক ১৫ থেকে ২০ জন শিক্ষক রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।
১ ঘণ্টা আগেনির্বাচন ও রমজানের বিবেচনায় আগামী বছরের একুশে বইমেলা ফেব্রুয়ারি থেকে এগিয়ে এ বছরের ডিসেম্বরে আনা হয়েছে। রাজনৈতিক-সামাজিক অস্থিরতার জেরে গত বইমেলায় অনেক প্রকাশক লোকসান গুনেছেন।
২ ঘণ্টা আগে