তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
যুদ্ধ নয় শান্তি চাইসহ ২০টি বার্তা নিয়ে টেকনাফের জিরোপয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় পৌঁছেছেন মুরাদ জুবায়ের নামে এক যুবক। গতকাল শনিবার বিকেলে জেলার তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে গিয়ে তাঁর এ পদযাত্রা শেষ হয়। এ পদযাত্রায় তিনি ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পাড়ি দিয়েছেন।
গত ৭ মার্চ কক্সবাজারের টেকনাফ থেকে শান্তির জন্য হাঁটা কর্মসূচি শুরু করেন মুরাদ নামের ওই যুবক। প্রতিদিন এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাসহ ২০টি বার্তা নিয়ে ২০ দিনে পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করেন মুরাদ জুবায়ের। চলার পথে যেখানে বিরতি দিয়েছেন, সেখানে স্থানীয়দের জড়ো করে তাদের কাছে তাঁর বার্তাগুলো পৌঁছে দিয়েছেন।
জানা গেছে, মুরাদ জুবায়েরের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায়। তবে বর্তমানে তিনি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বসবাস করছেন। আর সেখানেই তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
মুরাদ জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার পদযাত্রা শেষ করেছি। আমার এই পথচলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত।’
জুবায়ের আরও বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ার বার্তা নিয়ে আমি এই পদযাত্রা শুরু করি গত ৭ মার্চ। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। একটি বাসযোগ্য নিরাপদ পৃথিবী চাই। সবচেয়ে বড় কথা হলো দেশকে ভালোবাসা, কিন্তু আমরা দেশের জন্য একটু সময়ও ব্যয় করতে চাই না। আমার একটি বার্তা ছিল যে, দিনে অন্তত এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা।’
যুদ্ধ নয় শান্তি চাইসহ ২০টি বার্তা নিয়ে টেকনাফের জিরোপয়েন্ট থেকে পায়ে হেঁটে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধায় পৌঁছেছেন মুরাদ জুবায়ের নামে এক যুবক। গতকাল শনিবার বিকেলে জেলার তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে গিয়ে তাঁর এ পদযাত্রা শেষ হয়। এ পদযাত্রায় তিনি ২০ দিনে ১ হাজার ৪ কিলোমিটার পাড়ি দিয়েছেন।
গত ৭ মার্চ কক্সবাজারের টেকনাফ থেকে শান্তির জন্য হাঁটা কর্মসূচি শুরু করেন মুরাদ নামের ওই যুবক। প্রতিদিন এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাসহ ২০টি বার্তা নিয়ে ২০ দিনে পায়ে হেঁটে দেশের দীর্ঘতম দূরত্বের পথ অতিক্রম করেন মুরাদ জুবায়ের। চলার পথে যেখানে বিরতি দিয়েছেন, সেখানে স্থানীয়দের জড়ো করে তাদের কাছে তাঁর বার্তাগুলো পৌঁছে দিয়েছেন।
জানা গেছে, মুরাদ জুবায়েরের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায়। তবে বর্তমানে তিনি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় বসবাস করছেন। আর সেখানেই তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
মুরাদ জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমার পদযাত্রা শেষ করেছি। আমার এই পথচলায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পেয়ে আমি অভিভূত।’
জুবায়ের আরও বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ার বার্তা নিয়ে আমি এই পদযাত্রা শুরু করি গত ৭ মার্চ। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। একটি বাসযোগ্য নিরাপদ পৃথিবী চাই। সবচেয়ে বড় কথা হলো দেশকে ভালোবাসা, কিন্তু আমরা দেশের জন্য একটু সময়ও ব্যয় করতে চাই না। আমার একটি বার্তা ছিল যে, দিনে অন্তত এক ঘণ্টা দেশের জন্য সময় ব্যয় করা।’
অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর ৮৯টি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা দেবে ঢাকা মহানগর পুলিশ। তবে এসব মণ্ডপে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশা খালে পড়ে অভয় দাস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির শরীরের পুরো চামড়া উঠে গেছে। আজ রোববার সকালে সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটি দেখতে পান ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য মো. জামাল। পরে বন বিভাগ ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা মাটিচাপা
২৩ মিনিট আগেটাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে যাওয়ার ঘটনায় বিকল্প পদ্ধতিতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ পুনরায় চালু করা হয়েছে। আজ রোববার সন্ধ্যার পর এ কথা জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে