Ajker Patrika

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে প্রতীকী ক্লাস শিক্ষার্থীদের

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কে প্রতীকী ক্লাস করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কে প্রতীকী ক্লাস করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাসে অংশ নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কের ওপরে এই প্রতীকী ক্লাস শুরু হয়। এক ঘণ্টার এই কর্মসূচিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে বসে পাঠ গ্রহণ করেন। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচলে ধীর গতি লক্ষ করা যায়।

আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ক্লাস কার্যক্রম চলবে এবং এরপর সড়ক ছেড়ে দেওয়া হবে।

আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কে প্রতীকী ক্লাস করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কে প্রতীকী ক্লাস করে শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

এর আগে গতকাল (২৭ জুলাই) রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত একই দাবিতে সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সোমবারের প্রতীকী ক্লাসের ঘোষণা দিয়ে তাঁরা সেখান থেকে সরে আসেন।

এরও আগে শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। একই দাবিতে চলমান কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলা, অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের নির্ধারিত নিয়োগ পরীক্ষা স্থগিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত