Ajker Patrika

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যম সুমন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ২২: ২৭
নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যম সুমন গ্রেপ্তার

নোয়াখালী জেলা শহর মাইজদীর কেচ্ছা কলোনি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন ওরফে যম সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত যম সুমনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ঘটনায় ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত সুমন সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের আলী আজমের ছেলে।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত যম সুমন পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে সুধারাম থানায় হত্যার ঘটনায় একটি, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি, অস্ত্র আইনে একটি এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটিসহ বিভিন্ন ঘটনায় ৭টি মামলা রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। 

শনিবার দুপুরে তাঁকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত