Ajker Patrika

আমন ধানের খেতে গোড়া পচা রোগ, দিশেহারা কৃষকেরা

নীলফামারী প্রতিনিধি
আমন ধানের খেতে গোড়া পচা রোগ, দিশেহারা কৃষকেরা

নীলফামারীতে আমন ধানের খেতে খোল পচা বা গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের গোছায় এ রোগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে গাছ। এতে ধান গাছ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। 

এ বিষয়ে সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নের কৃষক আমিনুর রহমান বলেন, আমার প্রায় দেড় বিঘা ধানের খেতে গোড়া পচা রোগে গাছ শুকিয়ে গেছে। প্রথমে দু’একটি ধানের গোড়ায় পচন দেখা দেয়। পরে একের পর এক জমির বাকি ধান গাছের গোড়ায়ও এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। 

নীলফামারীর সোনারায় ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলেন, কৃষি বিভাগের পরামর্শে ধান খেতে ওষুধ প্রয়োগ করে আমন ধানের গোড়ালি পচার সমস্যা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু রোগটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। 

কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার কান্তি বলেন, এ বছর বৃষ্টি কম হওয়ায় ও সময়মতো আগাছা পরিষ্কার না করায় আমন খেতে এ রোগ দেখা দেয়। তা ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে দিনে গরম ও রাতে ঠান্ডা পড়ায় এ রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তবে কৃষি বিভাগের পরামর্শে ওষুধ প্রয়োগ করে এ রোগ থেকে খেত রক্ষা করছেন কৃষকেরা। 
 
এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, আমন খেতে রোগের আক্রমণের বিষয়টি আমি জানি না। খোল পচা বা গোড়া পচা রোগের কারণে খেতের ফসলে এমন লক্ষণ দেখা দেয়। তবে আমন ধান কোন রোগে আক্রান্ত হয়েছে তা জেনে কৃষকদের ওষুধের পরামর্শ দেওয়া হয়। মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত