Ajker Patrika

সৈয়দপুরে এক দিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্ত 

প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২১, ১৮: ১৬
সৈয়দপুরে এক দিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্ত 

সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুরে এক দিনে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত উপজেলায় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জন। আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। 

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সৈয়দপুরে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২৩ জনের মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪৭ দশমিক ৮২। এ ছাড়া ঢাকা থেকে আসা ১৬ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বাবুপাড়ার ২ জন, বিমানবন্দর পশ্চিমপাড়ার ২ জন, বাঁশবাড়ীর ১ জন, চাঁদনগর আলম প্রেসের ১ জন, কয়াগোলাহাটের ১ জন বোতলাগাড়ী মাঝাপাড়ার ২ জন, কামারপুকুর মৎস্য খামারের ১ জন ও বাঙ্গালীপুরের ১ জন রয়েছেন। অপরদিকে, ঢাকা থেকে আসা দুজনের মধ্যে সৈয়দপুর বিমানবন্দর সিভিল এভিয়েশনে কর্মরত একজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আবু আলেমুল বাশার আজকের পত্রিকাকে বলেন, এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ২৮১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৪৪ জন। বাড়িতে কোয়ারেন্টিনে আছেন ২১ জন। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন একজন এবং জেলার বাইরে আছেন একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত