Ajker Patrika

তিন গ্রামের দুঃখ সিংগাহারা সেতু

প্রতিনিধি, নীলফামারী
আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯: ৪৯
তিন গ্রামের দুঃখ সিংগাহারা সেতু

নীলফামারীর ডিমলার সিংগাহারা নদীর সেতুর পিলার দেবে গেছে। যেকোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে বিকল্প না থাকায় বাধ্য হয়ে তিন গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সেতু দিয়ে পারাপার হচ্ছেন।

সিংপাড়া গ্রামের বাসিন্দা বিপ্লব সিং জানান, ১৯৯৭ সালে সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এখন থেকে পাঁচ বছর আগেই সেটি নড়বড়ে হয়ে গেছে। তবু সংস্কার হয়নি। সেতুর দুপাশের রেলিং ভেঙেছে অনেক আগেই। সম্প্রতি মাঝের দুটি পিলার দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

দক্ষিণ সুন্দর খাতা গ্রামের গোলাপি বেগম বলেন, গ্রামের কোনো অন্তঃসত্ত্বা নারী অসুস্থ হলে তাঁকে জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। ভাঙা রাস্তা আর নড়বড়ে সেতুর কারণে মায়ের অকাল গর্ভপাত হওয়ার ঘটনাও ঘটে। অনেক মুমূর্ষু রোগীর প্রাণ চলে যায় রাস্তায়।

উপজেলা প্রকৌশলী সফিউল ইসলাম বলেন, ওই স্থানে নতুন সেতু তৈরির জন্য বন্যা ও দুর্যোগ প্রশমন প্রকল্পের মাধ্যমে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত এর নির্মাণকাজ শুরু হবে। এখন সময়ের অপেক্ষা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত