Ajker Patrika

সৈয়দপুরে বিসিক শিল্পনগরীতে আগুনে পুড়ল প্লাইউড কারখানা

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১০: ৩৯
সৈয়দপুরে বিসিক শিল্পনগরীতে আগুনে পুড়ল প্লাইউড কারখানা

নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্পনগরীর আমিনুল প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে কারখানার মেশিনপত্র ও কাঁচামালসহ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি কর্তৃপক্ষের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।

কারখানার স্বত্বাধিকারী আমিনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে বন্ধ থাকা ওই প্লাইউড কারখানায় আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে। আগুনের খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ভয়াবহ আগুনে কারখানাটির মূল্যবান মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে যায়। আগুনে কোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। 

অগ্নিকাণ্ডে কারখানার মেশিনপত্র ও কাঁচামালসহ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি কর্তৃপক্ষেরসৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকনুজ্জামান বলেন, ‘দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত