দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে উদ্যাপন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহের ১২৩ তম জন্মদিন। মণি সিংহ একাধারে ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের নায়ক, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
জন্মদিন উপলক্ষে আজ রোববার সকালে কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক কমরেড মণি সিংহের একমাত্র সন্তান কমরেড দিবালোক সিংহ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পারভীন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ভূঞা (শিপার), সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুমন কুমার সরকার, সহসাধারন সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
এরপর বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে মণি সিংহের প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। শেষে মণি সিংহ হলরুমে কমরেড মণি সিংহের কর্ম ও ব্যক্তি জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মণি সিংহ।
কমরেড মণি সিংহের ছিল সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরিব-দুঃখী শোষিত-নির্যাতিত মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং গভীর দেশপ্রেমের মূর্ত প্রতীক।
তিনি আমৃত্যু মেহনতি মানুষের মুক্তির লক্ষে সংগ্রাম করে গেছেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মারা যান।
নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে উদ্যাপন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহের ১২৩ তম জন্মদিন। মণি সিংহ একাধারে ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের নায়ক, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
জন্মদিন উপলক্ষে আজ রোববার সকালে কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক কমরেড মণি সিংহের একমাত্র সন্তান কমরেড দিবালোক সিংহ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পারভীন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ভূঞা (শিপার), সাবেক পৌর কাউন্সিলর মতিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুমন কুমার সরকার, সহসাধারন সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
এরপর বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে মণি সিংহের প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। শেষে মণি সিংহ হলরুমে কমরেড মণি সিংহের কর্ম ও ব্যক্তি জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মণি সিংহ।
কমরেড মণি সিংহের ছিল সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরিব-দুঃখী শোষিত-নির্যাতিত মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং গভীর দেশপ্রেমের মূর্ত প্রতীক।
তিনি আমৃত্যু মেহনতি মানুষের মুক্তির লক্ষে সংগ্রাম করে গেছেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মারা যান।
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯ জনকে সিসা বার পরিচালনার অভিযোগের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৯ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের প্রতিবাদ জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী মেঘমল্লার বসু।
৩৫ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এক ব্যক্তির শাসনব্যবস্থা বাংলাদেশের আর চলবে না। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে রায়পুর উপজেলা ও
৪০ মিনিট আগেবৃক্ষরোপণ করে রাজশাহীর মোল্লাপাড়ায় পাহাড়িয়াদের মহল্লা থেকে তাদের উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল ও যুবদল। এ ছাড়া রাস্তায় মানববন্ধন করে এর প্রতিবাদ করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার বিকেলে আলাদা দুটি কর্মসূচি পালিত হয়।
৪৪ মিনিট আগে